মোল্লা মুয়াজ ইসলাম, বর্ধমান, আপনজন: বর্ধমান ও অন্য কয়েকটি মেডিকেল কলেজের ডাক্তার ও বিশিষ্ট কিছু ব্যক্তি গড়ে তুলেছেন প্রয়াস স্বেচ্ছাসেবী সংস্থা । এই সংগঠন সমাজ সেবায় পূর্ব বর্ধমানের দৃষ্টান্ত স্থাপন করেছে। কখনো অনাথ শিশুদের খাদ্য বিতরণ, প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত মানুষের পাশে দাঁড়ানো, গ্রামে গ্রামে হেলথ ক্যাম্প করে দুস্থ অসহায় মানুষদের পাশে দাঁড়ানো আবার কফিল খানের মতো বিশিষ্ট ডাক্তারকে বর্ধমান এনে শিশু চিকিৎসা করানো। বহুমুখী কর্মকাণ্ডের জন্য এই সংস্থা বর্ধমানের আলোড়ন সৃষ্টি করেছে। প্রয়াস ২৬ শে জানুয়ারি শুক্র বার ৭৫ তম প্রজাতন্ত্র দিবসের এই সুন্দর দিনটিতে অনুষ্ঠিত করল প্রয়াস মেধা অন্বেষণ পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠান এবং সংবর্ধনা সভা। অনুষ্ঠান এ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বামী অজ্ঞেআ নন্দ মহারাজ বাজেপ্রতাপপুর রামকৃষ্ণ মিশন , শামস তিবরেজ আনসারী, মানজারুল ইসলাম মাইনরিটি ইন্সপেক্টর , ডা: আমিনুল ইসলাম , হাসিব আলম বিশিষ্ট সমাজসেবী , বনানী ম্যাডাম, আইসি বর্ধমান মহিলা থানা, সফিকুল ইসলাম, ডা:আলমগীর আলম সহ বহু বিশিষ্ট ব্যক্তিত্ব । উক্ত অনুষ্ঠানে ১৫ জনকে মেধা বৃত্তি এবং ৫০ জনকে পুরস্কার এবং সার্টিফিকেট তুলে দেওয়া হয়। গাছ গ্রুপ এর পক্ষ থেকে প্রত্যেক টি ছাত্র কে গাছ উপহার দেওয়া হয় ।সব শেষে সততা, আত্মবিশ্বাস এবং ঈমান এই তিনটি জিনিস কে জীবনে চলার পথে সঙ্গী করে সকলের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি হয়। অনুষ্ঠানের প্রধান উদ্যোক্তা ডাক্তার গোলাম কিবরিয়া বলেন আমরা যারা সমাজের উচ্চ শ্রেণীতে বসবাস করছি তাদের কিছু দায়িত্ব এবং কর্তব্য থাকে সমাজের প্রতি। এই দায়িত্ব এবং কর্তব্য থেকে তারা গঠন করেছেন প্রয়াস স্বেচ্ছাসেবী সংস্থা। তারা সারা বছর মানুষের পাশে থাকার চেষ্টা করেন। আমরা বিভিন্ন গ্রামে গ্রামে যেমন হেলথ চেকআপের ব্যবস্থা করি তেমনি আগামী দিনের ডাক্তার ইঞ্জিনিয়ার অন্যান্য পেশার মানুষ গড়ে তোলার জন্য মেধাবী ছাত্র-ছাত্রী অন্বেষণ করছি। তাদেরকে ভালো মানুষ রূপে গড়ে তোলাটাও একটা প্রয়াস আমাদের সংস্থার পক্ষে আছে। সংস্থার মাধ্যমে কিছু মানুষ উপকৃত হলেই আমাদের সংগঠনের সার্থকতা প্রকাশ পাবে। বর্ধমান হাই মাদ্রাসায় এই অনুষ্ঠানে বহু ছাত্র-ছাত্রী উপস্থিত হয় ও শেষ ভূমিকা রাখে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct