আপনজন ডেস্ক: মিয়ানমারে গত আটদিনে ক্ষমতাসীন সামরিক জান্তার বোমা হামলা, অগ্নিসংযোগ ও নৃসংশতায় অন্তত ১৬ বেসামরিকের মৃত্যু হয়েছে। এ হামলায় বেশকিছু বাড়ি ও স্কুলভবনও ধ্বংস হয়েছে।শুক্রবার (২৬ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম দ্য ইরাবতি।প্রতিবেদনে জানানো হয়, দেশটির শান, রাখাইন, মোন, বাগো, মাগওয়ে এবং সাগাইংয়েতে বেসামরিকদের লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।শান রাজ্যে বিদ্রোহীদের কোনো তৎপরতা না থাকা সত্ত্বেও গত সোমবার যুদ্ধবিমান থেকে বোমা ছোড়া হয়। এতে বাস্তুচ্যুত এক বেসামরিকের মৃত্যু হয়। আশপাশের রাজ্যে বিদ্রোহী ও সেনাবাহিনীর মধ্যে চলমান সংঘর্ষের কারণে অনেক মানুষ এ রাজ্যে আশ্রয় নিয়েছেন।গত ২০ থেকে ২৪ জানুয়ারি পর্যন্ত রাখাইন রাজ্যে চার বেসামরিকের মৃত্যু হয়েছে। এছাড়া আহত হয়েছেন আরও ১৭ জন। স্থানীয় সংবাদমাধ্যম ও আরাকান আর্মি (এএ) এ তথ্য জানিয়েছে।মিয়ানমারের সবচেয়ে পুরোনো বিদ্রোহী গোষ্ঠী কারেন ন্যাশনাল ইউনিয়ন (কেএনইউ) জানিয়েছে, বাগো রাজ্যের কায়োক্কি এবং ফু গ্রামে জান্তার হামলায় তিন বেসামরিকের মৃত্যু হয়েছে।গত ১৯ জানুয়ারি মোন রাজ্যের দুটি গ্রামে গোলা ছোড়ে সামরিক জান্তা। এতে চারজন নিহত ও ছয়জন আহত হন।মাগওয়ে রাজ্যে গত রোববার রাতে সামরিক বাহিনী চালানো হামলায় বাবা ও ছেলে নিহত হন। এছাড়া হামলায় ওই পরিবারের মা ও মেয়ে গুরুতর আহত হন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct