আপনজন ডেস্ক: ধর্মীয় রীতিনীতি তো আছেই, এর বাইরে গিয়ে অভিনব উপায়ে প্রয়াত শিক্ষকের জন্য সমাজসেবামূলক কর্মসূচি পালন। বিশিষ্ট শিক্ষক ও সমাজসেবী মরহুম মুহাম্মদ খালেকুজ্জামান মোল্লার রুহের মাগফিরাতের উদ্দেশ্যে বিনামূল্যে স্বাস্থ্য শিবির এবং ওষুধ বিতরণ কর্মসূচি পালিত হয় দক্ষিণ ২৪ পরগনা জেলার ঢোলাহাট থানার বাহিরচক গ্রামে। তিনি এই গ্রামেরই বাসিন্দা ছিলেন। শনিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ১৬০০ জনকে নানান রোগের চিকিৎসা পরিষেবার পাশাপাশি প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয়। এর বাইরে সুগার পরীক্ষা, রক্তচাপ, হৃদস্পন্দন, রক্তে অক্সিজেনের পরিমাণ, ইসিজি, ইউরিক অ্যাসিড ও চক্ষু পরীক্ষা করা হয়। মেডিসিন, চক্ষু, প্রসূতি, মনোরোগ, স্নায়ু, সুগার প্রভৃতি রোগের প্রায় এক ডজন চিকিৎসক ক্যাম্পে উপস্থিত ছিলেন। প্রয়াত খালেকুজ্জামান মোল্লার পুত্র ও পুত্রবধূ ডা. কলিমুজ্জামান মোল্লা ও ডা. রিনা পারভীন ছাড়াও ডা. লুতফার রহমান, ডা. ভাস্কর রায়, ডা. মহসিন বৈদ্য, ডা. নাজিরা খাতুন, ডা. সুরাইয়া খাতুন প্রমুখ মুখ্য ভূমিকা পালন করেন। সহযোগিতার ছিল ইন্টারন্যাশনাল হিউম্যান ওয়েলফেয়ার অর্গানাইজেশন।প্রসঙ্গত, মুহাম্মদ খালেকুজ্জামান সুন্দরবনের প্রত্যন্ত এলাকা উত্তরাবাদে ১৯৭০ সালে কয়েকটি গ্রামের শিশুদের একত্রিত করে স্কুল চালু করেন। পরে ১৯৭২ সালে তা সরকারি অনুমোদন পায়। পাশাপাশি তিনি নানান সমাজসেবামূলক কাজের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। সম্প্রতি তিনি ইন্তেকাল করেন। শনিবার তার রুহের মাগফিরাতের উদ্দেশ্যে বিনামূল্যে স্বাস্থ্য শিবির করা হয়। আজ রবিবার দোয়ার মাধ্যমে দুইদিন কর্মসূচি সমাপ্ত হবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct