সুব্রত রায়, কলকাতা, আপনজন: রাজ্য পুলিশের মোট ২৮৫ জন আইসি ও সিআই পদে রদবদল ঘটানো হলো। রাজ্য পুলিশের অতিরিক্ত ডিজি ও আইজি আইনশৃঙ্খলা এই রদবদল ঘটিয়েছেন। সিআই ধনেখালি দেবাঞ্জন ভট্টাচার্য কে বদলি করা হয়েছে সিআই হাবড়া পদে। আইসি কান্দি সুভাষচন্দ্র ঘোষ কে আইসি তমলুক পদে, সিআই জয়নগরকে আই সি নৈহাটি থানার পদে, খড়্গপুরের জিআরপির আইসিকে আই সি বেলপাহাড়ি থানার পদে, এবং একই সঙ্গে তমলুক, কন্টাই ,বাড়ি কুল ,এগরা, ফারাক্কা, জঙ্গিপুর, বহরমপুর, সাঁতরাগাছি, ধনিয়াখালি, হরিহরপাড়া, পূর্ব বর্ধমান, হিলি থানা, তারকেশ্বর, জগদ্দল, চাকদা, হরিণঘাটা, বংশীহারী, শান্তিপুর, বাসন্তী, পুজালী, ফলতা, নরেন্দ্রপুর, মগরাহাট, বিষ্ণুপুর, রামনগর, ডায়মন্ডহারবার, হাড়োয়া, উলুবেরিয়া, কালিয়াচক ও বাঁকুড়ার সারেঙ্গা, বেলদা, জামবনি, বীরভূমের চন্দ্রপুর, ধুপগুড়ি, চোপড়া, ভক্তি গড়, মাথাভাঙ্গা, আলিপুরদুয়ার, তুফানগঞ্জ, নকশালবাড়ি, দেগঙ্গা, রায়দিঘি, কাকদ্বীপ, নিউটাউন ,তপন, কুমারগঞ্জ, কুমারগ্রাম, দাঁতন, শালবনি, ডেবরা ,ঘাটাল, কেশপুর, নন্দীগ্রাম, মন্দির বাজার, সাগর, কোতলপুর, শিলিগুড়ি, কোতোয়ালী, কল্যাণী, সদর দার্জিলিং, কালিংপং ,মালদা, হাওড়ার মালি পাঁচঘড়া, বিধান নগর কমিশনারেটের ইকো পার্ক, বালি থানা, হালিশহর, গাইঘাটা, মন্দিরবাজার, নিমতা, স্বরূপনগর, মন্দির বাজার, লেকটাউন, রাজারহাট, ইলেকট্রনিক কমপ্লেক্স, টেকনো সিটি, ঘোলা, ভাটপাড়া, মেখলিগঞ্জ, গোয়ালপুকুর, লালগড়, বেলুড় ,ভদ্রেশ্বর, মানবাজার, বীরপাড়া ,ভাঙ্গর সহ উত্তর চব্বিশ পরগনা জেলার বাগুইআটি থানার আইসি পদে রদবদল ঘটানো হয়েছে। বাগুইআটি থানার নতুন আই সি পদে এলেন অমিত কুমার মিত্র । তিনি এতদিন সিআইডিতে কর্মরত ছিলেন। আইএ এস ,আইপিএস পদে ব্যাপক রদবদল ঘটানোর পর এবার নির্বাচন কমিশনের নির্দেশ মেনে এর আগে বিভিন্ন থানার সাব-ইন্সপেক্টর ও এসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর পদে রদবদল ঘটানো হয়েছিল। এবার রাজ্যের বিভিন্ন থানার আইসি ও সিআই পদে ব্যাপকভাবে ঘটানো হল।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct