আপনজন ডেস্ক: শেষ পর্যন্ত সুইডেনের ন্যাটোতে যোগদানের আবেদনে অনুমোদন দিলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান।সংবাদমাধ্যম রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, তুর্কি পার্লামেন্টের অনুমোদনের পরে শুক্রবার এরদোগান সুইডেনের আবেদনপত্রে স্বাক্ষর করেছেন। ইউক্রেনে রাশিয়ার পূর্ণ মাত্রায় আগ্রাসনের পরে সুইডেনের ন্যাটোতে যোগদানের আবেদনের ২০ মাস পরে এরদোগান এতে স্বাক্ষর করলেন।সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) সুইডিশ প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসন বলেছেন, আমরা সুইডেনের ন্যাটোর আবেদনে তুরস্কের অনুমোদনকে স্বাগত জানাই। আমরা এখন ন্যাটোতে পূর্ণ সদস্যপদ লাভের পথে একটি নির্ধারক মাইলফলকে পৌঁছেছি। একই প্ল্যাটফর্মে সুইডেনের পররাষ্ট্রমন্ত্রী টোবিয়াস বিলস্ট্রম যোগ করেছেন, এখন সুইডেন ন্যাটোর সদস্য হওয়ার জন্য শুধুমাত্র হাঙ্গেরির অনুমোদন বাকি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct