বেঁচে থাকা
মহঃ মোসাররাফ হোসেন
মানব হৃদয়,
মানুষ ছিন্ন ভিন্ন হলে ৷
নক্ষত্রও খসে পড়ে ৷
তবুও,
খেলা করেনি কি বুনো হাঁস ?
বনানীর পুকুরের জলে ।
করেছে তো !
আদিকাল থেকেই ৷
মানুষ ইচ্ছায়-অনিচ্ছায় হেরে যায় প্রেমের কাছে !
তবুও তো
দিননাথ আলো দেয় আবহমান কাল ধরে !
ব্যস্ত পৃথিবী ,
মানুষের আনাগোনা ...
এপার থেকে ওপার ,
গ্রাম থেকে শহর !
আদি থেকে অনাগত ভবিষ্যতের পথে ....
হাঁটে নি কি মানুষ ?
হেঁটেছে তো !
এখনো হেঁটে চলেছে মহাপৃথিবীরই পথে ৷
শীতের সকাল,
তবুও অপেক্ষা করে নি কি জবুথবু কাঠবেড়ালি ?
সূর্য ওঠার ৷
অপেক্ষার অবসানে মাগে কি জীবনের ভিক্ষা ?
স্মৃতিকে আঁকড়ে ধরে জাগে নি কি বেঁচে থাকার সাধ !
ক্লান্ত পথিক,
তবুও পথ বহতা নদীর মতোই এগিয়ে চলে ৷
মানুষ বাঁচে , বেঁচে থাকতে হয় বলে৷
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct