প্রজাপতি ও তার তিনটি ছানা
আহমাদ কাউসার
একটি গোলাপ বাগানে একটি প্রজাপতি বাস করতো। প্রজাপতিটির ছিলো তিনটে ছানা। ছানাগুলো যখন একটু আধটু উড়তে শিখলো তখন প্রজাপতি তার ছানাদের ডেকে বললো,’শুন,আমার বাছাধনরা,তোমরা উড়তে শিখেছো,তোমরা বাগানের পুর্ব, পশ্চিম ও দক্ষিণ পাশের জঙ্গলে নির্ভয়ে খেলা করতে পারো। কিন্ত তোমরা বাগানের উত্তর পাশের জঙ্গলে যেও না।কেননা ওখানে অনেক জিকার গাছ আছে, গাছগুলোর গা থেকে প্রচুর আঠা নিঃসৃত হয়, অসতর্কতাবশত যদি আঠার গায়ে তোমরা লেগে যাও, তাহলে চিরতরে তোমাদের জীবন প্রদীপ নিভে যাবে। মা প্রজাপতির এমন সতর্কতামূলক কথা শুনে ছানা প্রজাতিগুলো মাকে কথা দিলো ওরা উত্তরের জঙ্গলে যাবে না। তারপর থেকে ছানারা প্রতিদিন পুব,পশ্চিম ও দক্ষিণের জঙ্গলেই খেলা করতো। একদিন ছানাগুলোর মধ্যে সবচেয়ে ছোট ছানাটি উত্তরের জঙ্গলের দিকে উড়তে শুরু করলে বাকি দুটি ছানা ওদিকে যেতে নিষেধ করলো। কিন্ত ছোট ছানাটি ছিলো একগুয়ে স্বভাবের। সে ওদের কথা শুনলো না। ছোট ছানা প্রজাপতিটি ঢুকে গেল উত্তরের জঙ্গলে। জঙ্গলে ভেতর এদিক-সেদিক ঘুরতে লাগলো। হঠাৎ দক্ষিণ দিক থেকে প্রবল বাতাস শুরু হলো। বাতাসের বেগ ছিল অনেক। বাতাসের বিপরীত দিক থেকে ছানাটি উড়ে আসতে পারছিলো না। হঠাৎ আরো জোরে বাতাস বইতে লাগলো আর ছানা প্রজাপতিটি উড়ে গিয়ে আটকে গেল জিকা গাছের আঠায়। মা প্রজাপতি তার ছোট ছানাটি জিকা গাছের আঠায় আটকে পড়ার খবর পেয়ে ছুটে গেল জঙ্গলে। গিয়ে দেখে তার বাছাধনরা যা বলেছে তাই ঠিক----ছোট ছানাটি আটকে আছে জিকা গাছের আঠায়। কী করবে ভেবে পাচ্ছে না মা প্রজাপতি। ছুটে গেল তার বন্ধু টুনটনির কাছে। টুনটনি কাছেই একটি জঙ্গলে বাস করতো। টুনটুনিকে প্রজাপতি সব কথা খুলে বললো। প্রজাপতির কথা শুনে টুনটুনি বললো,চল বন্ধু আগে দেখি তোমার ছানাটার কি অবস্থা, সে কী অবস্থায় আছে। টুনটুনি অবস্থা দেখে প্রজাপতিকে বললো,’বন্ধু তোমার ছানাকে আঠা থেকে উদ্ধার করা যাবে,তুমি চিন্তা করো না। টুনটুনি তার ঠোঁট দিয়ে ছানাকে চেপে ধরে আঠা থেকে উদ্ধার করলো ঠিকই কিন্তু ছানা প্রজাপতির একটি ডানা দেহ থেকে ছিড়ে আঠার সাথে লেগে রইলো।ছানা প্রজাপতিটি সেই দিন থেকে আর উড়তে পারলো না। চিরতরে হারিয়ে ফেললো তার উড্ডয়ন ক্ষমতা। মায়ের আদেশ অমান্য করার কারণে বিকলাঙ্গ হয়ে পড়লো ছানাটি। রঙিণ পৃথিবীর অপরূপ সৌন্দর্য উড়ে দেখার স্বপ্ন বিলীন হয়ে গেল তার চিরতরে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct