আপনজন ডেস্ক: মেটিয়াবুরুজে যুবকের অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে তুলকালাম। ওই যুবক পেশায় দর্জি ছিল। শনিবার বিকেলে ওই যুবকের মৃতদেহ ময়নাতদন্তের পর তার পরিবারের হাতে তুলে দেওয়া হয়। এরপর মৃতদেহ নিয়ে তার পরিবার এবং স্থানীয় মানুষজন দোষী ব্যক্তিদের শাস্তির দাবিতে রাস্তা অবরোধ শুরু করে। ঘটনাস্থলে যায় স্থানীয় নাজিরগঞ্জ, মেটিয়াবুরুজ ও গার্ডেনরিচ থানার পুলিশ। ওই যুবকের মৃত্যু স্বাভাবিক নয় পরিবারের পক্ষ থেকে দাবি করায় তাকে খুন করা হয়েছে। স্থানীয় মানুষজন ওই যুবককে যে পরিবার খুন করেছে বলে অভিযোগ সেই অভিযুক্তদের বাড়ি ভাঙচুর করে ও আগুন ধরিয়ে দেয়। মৃত যুবকের নাম সাগর। জানা গিয়েছে ক্ষিপ্ত জনতা পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দেয়। বেশ কয়েকটি গাড়ি ভাঙচুরও করা হয়েছে। রাত পর্যন্ত মেটিয়াবুরুজের ১৩৭ নম্বর ওয়ার্ডের অবরোধ চলছে। শুক্রবার দুপুরে মেটিয়াবুরুজ থানা এলাকার একটি বাড়ির দোতলার ঘরে ওই যুবকের মৃতদেহ উদ্ধার হয়েছিল। স্থানীয় মানুষজনের অভিযোগ যাদের বিরুদ্ধে এই যুবককে খুন করার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে এর আগেও একাধিক অভিযোগ রয়েছে। কিন্তু কোন ব্যবস্থা পুলিশ গ্রহণ করেনি। এদিন এই ঘটনাটি কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়িয়েছে মেটিয়াবুরুজ এলাকায়। অবরোধকারীরা বিভিন্ন জায়গায় আগুন জ্বালিয়ে অবরোধ চালাচ্ছে। লালবাজার থেকে অতিরিক্ত পুলিশ ফোর্স পাঠানো হয়েছে মেটিয়াবুরুজে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct