আপনজন ডেস্ক: সৌদি আরবের মদিনা অঞ্চল খেজুর উৎপাদনে রেকর্ড করেছে। এ অঞ্চলের ২৬ হাজার খামারে ২৮ ধরনের খেজুর চাষ করা হয়। গত এক বছরে এ অঞ্চলে খেজুর উৎপাদনের পরিমাণ ছিল ৯৭.৯ মিলিয়ন কেজি, যার বাজারমূল্য ৯৪৮ মিলিয়ন সৌদি রিয়ালের বেশি। সৌদি আরবের পরিবেশ ও কৃষি মন্ত্রণালয় এক পরিসংখ্যান প্রতিবেদনে এ তথ্য জানায়। উৎপন্ন খেজুরের মধ্যে রয়েছে—আজওয়া ও সুক্কারি ২০.৭ মিলিয়ন কেজি, সাফাবি ৫.৫ মিলিয়ন কেজি, সাগাই ও বার্নি খেজুর ৬.৩ মিলিয়ন কেজি, বারহি, মাবরুম, মেদজুল ও আম্বার খেজুর সম্মিলিতভাবে ৬.২ মিলিয়ন কেজি। ২০২৩ সালে উৎপন্ন এসব খেজুর মদিনার বিমানবন্দরের মাধ্যমে ইংল্যান্ড, ইন্দোনেশিয়া, চীন, তুরস্ক, কমোরোস, জর্দান, উগান্ডা, মালয়েশিয়াসহ বিশ্বের ৬৩টির বেশি দেশে রপ্তানি হয়েছে।বিশ্বের সবচেয়ে বেশি পরিমাণ খেজুর উৎপাদনকারী পাঁচটি দেশ হলো মিসর, সৌদি আরব, ইরান, আলজেরিয়া ও ইরাক। সৌদি আরবে ১.৬ মিলিয়ন টন খেজুর উৎপন্ন হয়, যার বাজারমূল্য ৭.৫ বিলিয়ন সৌদি রিয়ালেরও বেশি।তিন শর বেশি ধরনের উৎপন্ন এসব খেজুর দেশটির মোট কৃষি উৎপাদনের ১২ শতাংশ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct