আপনজন ডেস্ক: শাহজাহান যা করেছে অন্যায় করেছে। আমি গণমাধ্যমে দেখেছি, মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে সরকারি আধিকারিকদের। যেটা করেছে, নিশ্চিত করে বলছি, অন্যায় করেছে। শাহজাহান ইস্যুতে এবার কড়া বার্তা দিলেন ফিরহাদ হাকিম।শনিবার সিরিটি শ্মশানে একটি কর্মসূচিতে যোগদান মেয়র ফিরহাদ হাকিম। সেখানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘‘শাহজাহান যা করেছে অন্যায় করেছে। আমি গণমাধ্যমে দেখেছি, মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে সরকারি আধিকারিকদের। যেটা করেছে, নিশ্চিত করে বলছি, অন্যায় করেছে। তবে শাজাহান কোথায় তা আমি কি করে জানব ? সেটা কি আমার দেখা কাজ ?পাল্টা প্রশ্ন মেয়রের। লোকসভা ভোটের আগেই বি এল সাহা রোডে অবস্থিত বৈদ্যুতিক চুল্লি সিরিটি মহাশ্মশানের সংস্করণ ও পুনর্গঠনের উদ্যোগ নিলেন কলকাতা পৌরসভার মেয়র পরিষদ সদস্য তারক সিং। এই কাজের সূচনা করলেন কলকাতার মহানগরিক ফিরহাদ হাকিম । মেয়র জানান, কলকাতা পৌরসভা সাধারণ মানুষকে আরো বেশি করে পরিষেবা দেওয়ার জন্যই এই শ্মশানের সংস্করণ হচ্ছে। সিরিটি মহাশ্মশানের আধুনিকরণে ফলে অঞ্চলের মানুষ সুফল পাবে বলে মনে করছেন ফিরহাদ হাকিম।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct