আপনজন ডেস্ক: বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার শনিবার ১৮ মাসেরও কম সময়ের মধ্যে তাঁর দ্বিতীয় বার পাল্টি খেতে চলেছেন। নীতীশ কুমারের ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে যে জেডি (ইউ) সভাপতি রবিবার সকালের মধ্যে পদত্যাগ করতে পারেন। প্রবল জল্পনা, দু-এক দিনের মধ্যেই তিনি আবার ধরতে চলেছেন বিজেপির হাত। নাম প্রকাশে অনিচ্ছুক ওই সূত্র সংবাদসংস্থা পিটিআইকে জানিয়েছে, শনিবার সন্ধ্যার মধ্যে নীতীশ কুমারের পদত্যাগের সম্ভাবনা থাকলেও রবিবার সকালের মধ্যে তা অবশ্যই হবে। নীতীশ কুমার জোট ভেঙে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ-তে ফিরে এলে কী কী পদক্ষেপ নেওয়া হবে, তা নিয়ে আরজেডি নেতারা যখন বিস্তর আলোচনা করছেন, তখনই এই মন্তব্য এল। সূত্রের খবর, পদত্যাগপত্র জমা দেওয়ার আগে নীতীশ কুমার পরিষদীয় দলের প্রথাগত বৈঠক করবেন।
সূত্র জানিয়েছে, বিজেপির সমর্থনে নতুন সরকার গঠনের জন্য দিনের ব্যস্ততার পরিপ্রেক্ষিতে সচিবালয়ের মতো সরকারি অফিসগুলি রবিবার খোলা রাখতে বলা হয়েছে।এদিকে, জনতা দল (ইউনাইটেড) এর রাজনৈতিক উপদেষ্টা এবং মুখপাত্র কে সি ত্যাগী দিল্লিতে সাংবাদিকদের বলেছেন যে বিহারের মহাজোট সরকার পতনের দ্বারপ্রান্তে এবং কংগ্রেস নেতৃত্বের একটি অংশ বারবার রাজীব কুমারকে “অপমান” করার অভিযোগ করেছেন।তিনি বলেন, ‘ইন্ডিয়া জোটের পতনের দ্বারপ্রান্তে। পঞ্জাব, পশ্চিমবঙ্গ ও বিহারে ইন্ডিয়া জোটের দলগুলির জোট প্রায় শেষ।শনিবার, মহাজোট থেকে সরে দাঁড়ালেও জেডি (ইউ) প্রধানকে সমর্থনের কোনও আনুষ্ঠানিক ঘোষণা করেননি রাজ্য বিজেপি নেতারা।নাম প্রকাশে অনিচ্ছুক বিজেপি সূত্রের খবর, তিন বছরেরও কম সময় আগে এনডিএ ছেড়ে দেওয়া নীতীশ কুমার তাঁর মনোনয়নপত্র জমা না দেওয়া পর্যন্ত “কোনও আনুষ্ঠানিক ঘোষণা” স্থগিত রাখার জন্য শীর্ষ নেতৃত্বের কাছ থেকে নির্দেশ পাওয়া গেছে।তবে, মুখ্যমন্ত্রী নীতীশ কুমার ‘মহাজোট’ ছেড়ে নতুন সরকার গড়ার লক্ষ্যে রাজ্যপালের কাছে রবিবার ইস্তফাপত্র জমা দেবেন বলে ষূত্রের খবর। তার জন্য বিজেপি তাঁকে সমর্থনের চিঠি তৈরি রাখছে। বিজেপি ও জেডি (ইউ) দুই দলই মনে করছে, এর ফলে বিহারে তাদের ফল আশাতীতভাবে ভালো হবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct