আপনজন ডেস্ক: ছাত্রছাত্রীদের নিয়ে ডোমকল মহকুমা স্তরীয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হল। জলঙ্গীর সাগরপাড়া হাই স্কুল মাঠে খেলা অনুষ্ঠিত হয়। মোট ৩৪টি ইভেন্টে ১৮২ জন প্রতিযোগী,প্রতিযোগিনি খেলায় অংশগ্রহণ করেছিল। এই খেলা উপলক্ষে উপস্থিত ছিলেন মু্র্শিদাবাদ জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ আশিষ মার্জিত, জেলা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শক অর্পনা মন্ডল,জলঙ্গীর বিধায়ক আব্দুর রাজ্জাক,বিডিও সুব্রত মল্লিক,পঞ্চায়েত সমিতির সভাপতি কবিরুল ইসলাম, জলঙ্গী উত্তর ও দক্ষিণ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি আমজাদ আলী খান ও মাসুম আলী আহমেদ, সাগরপাড়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক অরিজিৎ ঘোষ, জলঙ্গী থানার ভারপ্রাপ্ত আধিকারিক কৌশিক পাল সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। এদিন বেলুন উড়িয়ে,পঞ্চপ্রদীপ জ্বালিয়ে,পতাকা উত্তোলন ও পায়রা উড়িয়ে খেলার শুভ সূচনা হয়। ডোমকল মহকুমার তিনটি বিধানসভার সমস্ত প্রাথমিক,এস এসকে,এমএসকে ও মাদ্রাসার ছাত্র ছাত্রীরা খেলায় অংশগ্রহণ করেছিল। ১০০মিটার,২০০ মিটার দৌড়,আলু দৌড়,যোগা,ফুটবল থ্রো,জিমন্যাস্টিক,হাই জাম্প,লং জাম্প খেলা অনুষ্ঠিত হয়। খেলার মাঠে খেলোয়াড়দের উৎসাহ দেন জেলা প্রাথমিক শিক্ষা সংসদ আশিষ মার্জিত। এদিন তিনি ছাত্রছাত্রীদের আরো বেশি করে খেলায় অংশগ্রহণের অনুরোধ করেন। চরিত্র গঠনের জন্য খেলাধূলায় অন্যতম মাধ্যম বলে জানান তিনি। পাশাপাশি মোবাইল গেম ছেড়ে খেলার মাঠে এসে খেলার পরামর্শ দেন। পাশাপাশি তিনি নিজ হাতে বেশকিছু ছাত্র ছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেন। এদিন শুধুমাত্র প্রথম ও দ্বিতীয় স্থানাধিকারী প্রতিযোগী ও প্রতিযোগিনীদের হাতে পুরস্কার ও সার্টিফিকেট তুলে দেওয়া হয়। এই খেলার আয়োজন করে জলঙ্গী চক্র। সব মিলিয়ে সুন্দর পরিবেশে সুষ্ঠু ভাবে সম্পন্ন হল ২২তম ডোমকল মহকুমা স্তরীয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct