দেবাশীষ পাল, মালদা, আপনজন: মালদহের রতুয়া ১ ব্লকের ভাদো বিএসবি হাইস্কুলে মাধ্যমিক বিদ্যালয়ে রণক্ষেত্র পরিস্থিতি। দশম এবং দ্বাদশ শ্রেণীর ছাত্রদের ফেয়ারওয়েল অনুষ্ঠান নিয়ে, প্রথমে ছাত্রদের সঙ্গে স্কুল কর্তৃপক্ষের বচসা হয়। অভিযোগ তারপরে স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি মুজিবুর রহমান যিনি ভাদো অঞ্চল তৃণমূল কংগ্রেসের ও সভাপতি পদে রয়েছেন, তিনি ছাত্রদের মারধর করেন। তারপরে উত্তপ্ত হয়ে উঠে পরিস্থিতি। এই মুহূর্তে স্কুল চত্বরে রতুয়া থানার বিশাল পুলিশ বাহিনী। পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ পড়ুয়াদের। পুলিশের সঙ্গে কার্যতা বচসা এবং খন্ড যুদ্ধ চলছে স্কুল পড়ুয়াদের।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct