সঞ্জীব মল্লিক, বাঁকুড়া, আপনজন: স্যারের কালোবাজারির শিকারে এবার চাষের সবটুকু হারালেন কৃষকরা, অসহায় হয়ে দ্বারস্থ বিডিও অফিসে । বাঁকুড়া জেলা পাত্রসায়ের ব্লকের ঘোড়াডাঙ্গা গ্রামের বেশ কিছু কৃষকের প্রায় ৮০ থেকে ১০০ বিঘে আলুর জমি নিয়ে চরম বিপাকে পড়েছেন কৃষকরা, কৃষকদের অভিযোগ আলু গাছের বয়স ৬০ দিন হয়ে গেলেও গাছের কোন গ্রোথ হয়নি, গাছে নেই বড় আলু, যেখানে ৬০ দিনে প্রায় আলু ভাঙ্গার মত পরিস্থিতি হয়ে যায়। অভিযোগ এই সমস্ত কৃষকরা ঘোড়াডাঙ্গারী স্থানীয় এক যুবক ধনঞ্জয় বাগদির কাছ থেকে রাসায়নিক সার ক্রয় করেছিলেন, যদিও ধনঞ্জয় বাগদি কৃষকদের সার দেওয়ার কথা অস্বীকার করেছেন। আর সেই সার প্রয়োগের ফলেই আলুর এই দশা হয়েছে, ফলে চরম সমস্যায় পড়েছে এলাকার কৃষকরা, তারা জানাচ্ছেন বারে বারে অকাল বৃষ্টিতে সমস্যা পড়তে হয়েছিল তাদের, তার ওপর স্যারের এই সমস্যার ফলে চরম ভাবে ক্ষতির মুখে পড়তে হচ্ছে তাদের, কারণ মহাজনের কাছে ঋণ নিয়ে চাষ করেছেন তারা, এমন কি বেশ কয়েকজন কৃষক রয়েছে যারা ভাগ চাষী। এই পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত ওই কৃষকরা কিছু আলু গাছ ও ব্যবহার করা রাসায়নিক সার নিয়ে দ্বারস্থ হয় বিডিও, এডিও এবং পাত্রসায়ের থানায়। অভিযোগ জানানো হয় বিভিন্ন দপ্তরে।সমগ্র বিষয় নিয়ে ধনঞ্জয় বাগদি অস্বীকার করে জানান তিনি কোন সারের ব্যবসা করেননি, তিনি কাউকে সার দেননি, তাকে ফাঁসানোর চক্রান্ত চলছে,পাত্রসায়ের ব্লকের বিডিও জানান কৃষকরা তার কাছে অভিযোগ করেছে সংশ্লিষ্ট দপ্তরের সাথে আলোচনা করে যদি অভিযোগের সত্যতা পাওয়া যায় তবে নির্দিষ্ট মামলায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে, এমনকি যদি কৃষকদের ক্ষতিপূরণ দেওয়া সম্ভব হয় সেই বিষয়টাও দেখা হবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct