রঙ্গিলা খাতুন, বহরমপুর, আপনজন: তরুণ ভোটারদের রাজনৈতিক প্রক্রিয়ায় অংশ নিতে উৎসাহিত করার জন্য প্রতি বছরের ন্যায় এবারো ২৫ জানুয়ারি জাতীয় ভোটার দিবস দিনটি পালিত হচ্ছে দেশজুড়ে। সেই উপলক্ষ্যে মুর্শিদাবাদের বহরমপুরে জেলাশাসক অফিস থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা মাধ্যমে মানুষের কাছে সচেতনতার বার্তা দেওয়া হয়। এই শোভাযাত্রায় উপস্থিত ছিলেন মুর্শিদাবাদের জেলাশাসক রাজর্ষি মৈত্র অতিরিক্ত জেলাশাসক সহ একাধিক উচ্চপদস্থ কর্মকর্তা ও বিভিন্ন স্কুলের ছাত্রীরা। শোভাযাত্রার শেষে কালেক্টরেট ক্লাবের পেক্ষাগৃহে একটি আলোচনা সভা করা হয়। অতিথি বরন, প্রদীপ প্রজ্বলন ও উদ্বোধনী সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। জেলা শাষক জানান আঠারো বছর হলেই সে ভোট দানের অধিকার প্রাপ্ত হয়। প্রতিটি ভোট মুল্যবান। এই সচেতনতার বার্তা দিকে দিকে ছড়িয়ে দিতে হবে। পাশাপাশি খড়গ্রাম সহ মুর্শিদাবাদের একাধিক ব্লকে জাতীয় ভোটার দিবস কর্মসূচী পালিত হয়। খড়গ্রাম ব্লকের রবীন্দ্রভবনে নতুন ভোটার ও স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে জাতীয় ভোটার দিবস পালিত হয়। উপস্থিত ছিলেন বিডিও মিলনী দাস, পঞ্চায়েত সমিতির সভাপতি মঞ্জু আকতারা বিবি প্রমুখ।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct