নিজস্ব প্রতিবেদক, কোচবিহার, আপনজন: পশ্চিমবঙ্গ সরকারের মাইনরিটি ভোকেশনাল ডেভেলপমেন্ট বোর্ড-এর চেয়ারম্যান সাবির সিদ্ধার্থ গাফ্ফার কোচবিহার শহরের প্রবেশদ্বার হিসেবে পরিচিত ফাঁসিরঘাট পরিদর্শন করেন বৃহস্পতিবার। এ ব্যাপারে গতকাল বুধবার ফাঁসিরঘাট সেতু আন্দোলন কমিটির সভাপতি কাওসার আলম ব্যাপারী জানান, তার নেতৃত্বে একটি প্রতিনিধি দল সাবির সিদ্ধার্থ গাফফারের বিশেষ ব্যবস্থাপনায় কোচবিহার শহরের সার্কিট হাউসে তৃণমূলের রাজ্য সভার সাংসদ সামিরুল ইসলামের কাছে ফাঁসির ঘাটে সড়ক সেতুর দাবিতে দাবি পত্র তুলে দেওয়া হয় মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে। সেদিনই জেলাশাসক বিশেষভাবে কমিটির সদস্যদের ডেকে নিয়ে সেতুর বিষয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন এবং সেতুর দাবিতে বিভিন্ন সময় প্রদান করা কাগজ পত্রের প্রতিলিপি আজকে জমা করতে বলেন। সেতু আন্দোলন কমিটির আজকে কোচবিহার জেলা শাসকের কাছে বিভিন্ন কাগজ পত্রের প্রতিলিপি আবারো জমা করে। সেতুর দাবির গুরুত্ব বিবেচনায় বিশেষ নির্দেশে মাইনরিটি ভোকেশনাল ডেভেলপমেন্ট বোর্ড এর চেয়ারম্যান সাবির সিদ্ধার্থ গাফফার ফাঁসির ঘাট সরেজমিনে ঘুরে দেখে বিভিন্ন মানুষের মতামত শোনেন। ফাঁসিরঘাট পরিদর্শন করে সাবির সিদ্ধার্থ গাফফার বলেন, ‘ফাঁসিরঘাটে একটি সড়ক সেতু তৈরির দাবিতে আন্দোলন চলছে, সরেজমিনে ঘুরে দেখে মনে হল সেতুর দাবির পক্ষে যথেষ্ট যুক্তি রয়েছে। আমরা বিষয়টি মুখ্যমন্ত্রীর সামনে যথাযথ ভাবে তুলে ধরে এখানে একটি সড়ক সেতু তৈরি যাতে হয় সে বিষয়ে চেষ্টা চালাব।’ ফাঁসির ঘাট সেতু আন্দোলন কমিটির সভাপতি কাওসার আলম ব্যাপারী বলেন, ‘ইতিমধ্যেই ২০০ কোটি টাকা বরাদ্দ ধরে ডিস্ট্রিক্ট প্ল্যানিং সেকশন রাজ্য সরকারের কাছে সেতু তৈরির জন্য সার্ভে রিপোর্ট পাঠিয়েছে বলে জেলা শাসক দপ্তর জানিয়েছে। সাংসদ সামিরুল ইসলাম ও সাবির সিদ্ধার্থ গাফফারর আমাদের জানান ফাঁসির ঘাটে সেতু যাতে তৈরি হয় তার জন্য মাননীয়া মুখ্যমন্ত্রীর হাতে সরাসরি দাবি পত্র তুলে দিয়ে বিষয়টি নিয়ে আলোচনা করবেন। সাংসদ সামিরুল আরো আশ্বাস দেন আগামী ২৯ জানৃুয়ারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোচবিহার সফরে এখানে সেতুর বিষয় নিয়ে ভালো কিছু শোনা পেতে পারে। আমরা আশাবাদী সেতু তৈরির ঘোষণা হবার ব্যাপারে। সাবির সিদ্ধার্থ গাফফারে এদিনের ফাঁসিরঘাট পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন ফাঁসির ঘাট সেতু আন্দোলন কমিটির সভাপতি কাওসার আলম ব্যাপারী, উপদেষ্টা ডা. সওকত আলী, সম্পাদক আইনজীবী মনিরুজ্জামান ব্যাপারী, সদস্য সাব্বির হোসেন, সম্রাট হক সহ, রাহুল হক সহ আরো অনেকে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct