আপনজন ডেস্ক: নাইজেরিয়ার উত্তর-মধ্যাঞ্চলীয় মালভূমি রাজ্যে নতুন করে সহিংসতায় কমপক্ষে ৩০ জন নিহত এবং শতাধিক মানুষ আহত হয়েছে। সেখানে সম্প্রতি মুসলিম পশুপালক এবং খ্রিস্টান চাষি সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষ শুরু হয়েছে। সম্প্রদায়ের নেতারা জানিয়েছেন, মালভূমির মাঙ্গু স্থানীয় জেলায় মঙ্গলবার ২৪ ঘণ্টা কারফিউ জারি করা সত্ত্বেও আরো হামলায় স্কুল, উপাসনালয় ও বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়েছে এবং লুটপাট করা হয়েছে।এ ছাড়া জাতিগত মওয়াঘাভুল জনগণের সংগঠন মওয়াঘাভুল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন জানিয়েছে, প্রায় ৩০ জনকে হত্যা করা হয়েছে। খ্রিস্টান সংখ্যাগরিষ্ঠ জাতিগতদের এ সংগঠনটি ফুলানি মুসলিম সম্প্রদায়ের পশুপালকদের কোয়াহাসলালেক গ্রামে আক্রমণের জন্য দায়ী করেছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct