সঞ্জীব মল্লিক, বাঁকুড়া, আপনজন: সাইকেলে চড়ে দুয়ারে বিডিও, বাসিন্দাদের উঠোনে চাটাই পেতে বসে সমস্যার সমাধানের চেষ্টা, নাটক কটাক্ষ বিজেপির । সরকারিভাবে দুয়ারে সরকার, পাড়ায় সমাধান কর্মসূচী চলছে। সেই কর্মসূচীর মাঝেই এবার বাঁকুড়ার সারেঙ্গায় দুয়ারে বিডিও, বলা ভালো উঠোনে বিডিও। সাইকেল নিয়ে প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে নিয়ে বাড়িতে বাড়িতে ঘুরে বাসিন্দাদের সমস্যার খোঁজ খবর নিলেন সারেঙ্গার বিডিও তমাল কান্তি সরকার। বিডিওর এমন উদ্যোগকে এলাকার মানুষ স্বাগত জানালেও এই উদ্যোগকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিজেপি এই ঘটনাকে নাটক বলে কটাক্ষ করেছে। বাঁকুড়া জেলার অন্যতম পিছিয়ে পড়া ব্লক সারেঙ্গা। এই ব্লকের বেশ কিছু দুর্গম এলাকা রয়েছে যে এলাকাগুলিতে গাড়িতে করে পৌঁছানো সমস্যার। দুর্গম হওয়ার কারনে আদিবাসী প্রধান সেই এলাকার মানুষেরা অনেক ক্ষেত্রেই বঞ্চিত সরকারি পরিসেবা থেকে। সেই পরিসেবাই এবার একেবারে স্থানীয় বাসিন্দাদের দরজায় পৌঁছে দিতে সাইকেল নিয়ে বাড়ি বাড়ি ঘুরলেন খোদ বিডিও। সারেঙ্গা গ্রাম পঞ্চায়েতের আদিবাসী প্রধান মুড়কু, আমডাঙ্গা সহ একাধিক গ্রামে সাইকেলে চড়ে বাড়িতে বাড়িতে পৌঁছে গেলেন তিনি। কখনো স্থানীয় বাসিন্দাদের বাড়ির উঠোনে খাটিয়ায় বসে আবার কখনো চাটাই পেতে বসে শুনলেন এলাকার মানুষের অভাব অভিযোগের কথা। নিজে হাতে পূরণ করে দিলেন এলাকার মানুষের বার্ধক্য ভাতা থেকে লক্ষ্মীর ভাণ্ডার সহ বিভিন্ন সরকারি পরিসেবার আবেদনপত্রও। বিডিওর এমন উদ্যোগে স্বাভাবিক ভাবেই খুশি স্থানীয়রা। তবে বিডিওর এমন উদ্যোগকে ঘিরেও শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। বিজেপির দাবী দুয়ারে সরকার ও পাড়ায় সমাধান কর্মসূচীর পরও যদি বিডিওকে দুয়ারে দুয়ারে ঘুরে মানুষের সমস্যার সমাধান করতে হয় তাহলে তো ওই কর্মসূচীগুলির যৌক্তিকতা নিয়েই প্রশ্ন ওঠে। সাইকেলে চড়ে বিডিওর গ্রামে গ্রামে যাওয়ার ঘটনাকেও নাটক বলে কটাক্ষ করেছে বিজেপি। তৃণমূল অবশ্য বিজেপির দাবী মানতে নারাজ। তৃণমূলের দাবী বিডিওর এই কাজ রাজ্যের সরকারের সফলতার জ্বলন্ত উদাহরণ।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct