আপনজন ডেস্ক: গাজায় স্থায়ী ফাঁড়ি স্থাপনের পরিকল্পনা করছে ইসরাইলের সামরিক বাহিনী। সোমবার (২৫ জানুয়ারি) মধ্যপ্রাচ্যভিত্তিক গণমাধ্যম মিডল ইস্ট আইকে এক ইসরাইলি কর্মকর্তা এই তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ফিলিস্তিনিদের সাথে দ্বি-রাষ্ট্রীয় সমাধান মেনে নিতে ইসরাইলকে চাপ দিচ্ছে আন্তর্জাতিক সম্প্রদায়। তারা ইসরাইলকে সামরিক বাহিনী প্রত্যাহারের জন্যও চাপ দিচ্ছে। এসব সত্ত্বেও ইসরাইল এই পরিকল্পনা গ্রহণ করেছে। এদিক, এই মাসের শুরুর দিকে ইসরাইলি বাহিনী ঘোষণা দিয়েছিল, তারা হামাসের সাথে একটি চূড়ান্ত যুদ্ধে উপনীত হবে। তারা ভারী বোমা হামলার মাধ্যমে বিশেষ অভিযান পরিচালিত করবে। কিন্তু তাদের সেই অভিযান বাস্তবায়ন দেখা যায়নি। অবশ্য তারা গাজার উত্তর ও দক্ষিণে হামলা অব্যাহত রেখেছে। কিন্তু সেসব তাদের ঘোষণা অনুপাতে হয়নি। ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বেশ খোলামেলাভাবে বলেছেন, ইসরায়েলি সেনাবাহিনী হামাস নির্মূল না হওয়া পর্যন্ত গাজায় তাদের অভিযান চালিয়ে যাবে। ভবিষ্যতে ইসরাইলের সীমানা জর্ডান নদী থেকে নিয়ে পুরো এলাকা পর্যন্ত বিস্তৃত করবে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct