আমীরুল ইসলাম, বোলপুর, আপনজন: তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বীরভূম জেলার তৃণমূল নেতৃত্ব কে নিয়ে বৈঠক করার পর ২৪ ঘন্টা পার হতে না হতে কেষ্ট-কাজল দুই গোষ্ঠীর সংঘর্ষ। উভয় পক্ষের আহত অনেকেই। বোলপুর মহকুমা হাসপাতালে ভর্তি। অনুব্রত গোষ্ঠীর লোকজনের অভিযোগ কাজল গোষ্ঠী হামলা চালিয়েছে। পাল্টা অভিযোগ অস্বীকার কাজল গোষ্ঠী লোকজনের। সব মিলিয়ে লোকসভা নির্বাচনের আগে গোষ্ঠীদ্বন্দ্বে তপ্ত বীরভূম। ২০২৪শে লোকসভা নির্বাচন খুব কাছে। এই অবস্থায় তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার কালীঘাটে বাড়িতে বৈঠক করে অনুব্রত মণ্ডলের গোষ্ঠীর উপরেই আস্থা রেখেছে আসন্ন নির্বাচনের বৈতরণী পার করতে। খুব স্বাভাবিকভাবেই কিছুটা হলে কোন ঠাসা কাজল কাজল গোষ্ঠী। বোলপুরে অনুব্রত ঘনিষ্ঠ পাঁচ সদস্যের অন্যতম কোর কমিটির অন্যতম সদস্য সুদীপ্ত ঘোষের আয়োজন করা ক্রিকেট টুর্নামেন্ট দেখে ফিরছিল কেষ্ট গোষ্ঠী লোকজন। রাস্তায় তাদের পথ আটকে মারধর করার অভিযোগ কাজল গোষ্ঠীর বিরুদ্ধে। বোমাবাজির পাশাপাশি গুলি চালানোর অভিযোগ। যদিও সম্পূর্ণ অভিযোগ অস্বীকার করেছে কাজল শেখ গোষ্ঠী লোকজন। খুব স্বাভাবিকভাবেই এমত অবস্থায় নতুন করে বীরভূমে শাসক গোষ্ঠী সংঘর্ষে তপ্ত বীরভূম।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct