আপনজন ডেস্ক: গত মৌসুমে মাঠের ফুটবলে তেমন সাফল্য পায়নি রিয়াল মাদ্রিদ। স্পেন কিংবা ইউরোপের সেরা হতে পারেনি। তবে বাণিজ্যিক দিক দিয়ে ঠিকই সবাইকে ছাড়িয়ে গেছে রিয়াল। ২০২২-২৩ মৌসুমে সবচেয়ে বেশি রাজস্ব আয় করেছে ক্লাবটি।টপকে গেছে গত মৌসুমে ট্রেবল জেতা ম্যানচেস্টার সিটিকে।ক্লাবগুলোর আয়ের র্যাংকিংকে বলা হয় ‘ডিলোইট মানি লিগ’, যেটি করে থাকে যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠান ‘ডিলোইট’। ‘ডিলোইটের মতে, সব ক্লাবের কমার্শিয়াল রাজস্ব ছিল আয়ের মূল উৎস। ২০১৫-১৬ মৌসুমের পর এই প্রথম এই খাত থেকে সবচেয়ে বেশি আয় করেছে ক্লাবগুলো।
তবে সম্প্রচারস্বত্ব খাতে আয় বেড়েছে মাত্র ৫ শতাংশ। তাদের হিসাব অনুযায়ী গত মৌসুমে রিয়াল মাদ্রিদের রাজস্ব আয় ৮৩ কোটি ১০ লাখ ইউরো। আগের মৌসুমের চেয়ে ১৬ শতাংশ আয় বেড়েছে রিয়ালের। স্টেডিয়ামে দর্শক বৃদ্ধি ও স্পন্সরশিপ আয় বেড়েছে তাদের, এমনটা জানিয়েছে ‘ডিলোইট’। গত মৌসুমের চেয়ে ম্যানচেস্টার সিটির আয় বাড়লেও টপকাতে পারেনি রিয়ালকে। ইংলিশ ক্লাবটির আয় ৮২ কোটি ৬০ লাখ ইউরো। তালিকার তিনে আছে পিএসজি। ফ্রেঞ্চ ক্লাবটির আয় ৮০ কোটি ২০ লাখ ইউরো। গত মৌসুমে লা লিগা জয়ী বার্সেলোনা আছে চতুর্থ স্থানে।কাতালানদের আয় ৮০ কোটি ইউরো। এদিকে মাঠের পারফরম্যান্স তেমন উজ্জ্বল না হলেও তালিকার পাঁচে জায়গা করে নিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। ৭৬ কোটি ৬০ লাখ ইউরো আয় তাদের। গত মৌসুমে তিনে থাকা লিভারপুল নেমে গেছে সাতে। এ ছাড়া আয় কমেছে অ্যাতলিতিকো মাদ্রিদেরও। গত দুই মৌসুমে সেরা বিশে ইংল্যান্ডের অন্তত ১০টি ক্লাব জায়গা করে নিয়েছিল, কিন্তু এবার জায়গা পেয়েছে আটটি ক্লাব। বিশের বাইরে ছিটকে গেছে লিস্টার সিটি, লিডস ইউনাইটেড ও এভারটন।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct