আপনজন ডেস্ক: হায়দরাবাদ টেস্টে ব্যাট হাতে ইংল্যান্ডের দারুণ শুরু। ইনিংসের প্রথম ৮ ওভারে বিনা উইকেটে ৪১। অধিনায়ক রোহিত শর্মা আর বেশিক্ষণ অপেক্ষা করলেন না। দুই পেসারকে সরিয়ে বল তুলে দিলেন রবীন্দ্র জাদেজার হাতে। এরপর ডাকলেন আরেক স্পিনার রবিচন্দ্রন অশ্বিনকে। ভারতের মাটিতে অশ্বিন-জাদেজা অধিনায়ককে কখনো খালি হাতে ফিরিয়েছেন কি না, সেটি গবেষণার বিষয়!এবারও পরিচিত দৃশ্যই দেখা গেল। আজ প্রথম দিনে শুরুটা করলেন অশ্বিন। তাঁর বলে এলবিডব্লু হন বেন ডাকেট (৩৫)। আরেক ওপেনার জ্যাক ক্রলিকেও ফেরান অশ্বিন। তাঁর এই ২ উইকেটের মধ্যে তিনে নামা ওলি পোপকে ফেরান জাদেজা। পোপকে ফেরানোর মধ্য দিয়ে নতুন এক রেকর্ডও গড়েছেন অশ্বিন-জাদেজা জুটি।জুটি হিসেবে টেস্টে ভারতের হয়ে সর্বোচ্চ উইকেট নেওয়ার রেকর্ড নিজেদের করে নিয়েছেন অশ্বিন-জাদেজা। আগে এই রেকর্ড ছিল অনিল কুম্বলে ও হরভজন সিংয়ের। দুজনের মোট উইকেটসংখ্যা ৫০১। পোপকে জাদেজা আউট করায় অশ্বিন-জাদেজা জুটির উইকেটসংখ্যা দাঁড়ায় ৫০২।
ভারতের হয়ে এই তালিকায় ৩ নম্বরে আছেন হরভজন-জহির খান জুটি। তাঁদের উইকেটসংখ্যা ৪৮৪টি। টেস্টে একসঙ্গে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার রেকর্ড জেমস অ্যান্ডারসন ও স্টুয়ার্ট ব্রডের। গত বছর জুলাইয়ে ব্রড অবসর নেওয়ার আগে এই জুটি ১৩৮ ম্যাচে নিয়েছেন মোট ১০৩৯ উইকেট। শেন ওয়ার্ন ও গ্লেন ম্যাকগ্রা জুটি ১০৪ টেস্টে ১০০১ উইকেট নিয়ে দ্বিতীয়। এরপর একটি করে আরও ২টি উইকেট নিয়েছেন জাদেজা-অশ্বিন জুটি। বর্তমানে তাদের উইকেট ৫০৫, প্রথম ইনিংসে ইংল্যান্ড তুলতে পেরেছে ২৪৬।ভারতের বিপক্ষে আজ ২৯ রান করে আউট হন জো রুট। তিনি ব্যক্তিগত ২৯ রানে জাদেজার বলে সুইপ খেলতে গিয়ে বুমরার হাতে ক্যাচ দেন। এই ইনিংস খেলার পথে ভারত-ইংল্যান্ড সিরিজের ইতিহাসে সর্বোচ্চ রান সংগ্রাহক হন রুট। ছাড়িয়ে গেছেন শচীন টেন্ডুলকারকে। ভারত-ইংল্যান্ড সিরিজে রুটের রান এখন ২৫৫২, শচীনের ২৫৩৫।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct