সাদ্দাম হোসেন, কোচবিহার, আপনজন: ভারত জোড়ো ন্যায় যাত্রা অসম থেকে কোচবিহারে প্রবেশ করার পর রাহুল গান্ধি এক রোড শো করার পরে হঠাৎই তিনি দিল্লি রওনা দিয়েছেন।কংগ্রেস সূত্রে খবর, রাহুল গান্ধী আবার ২৮ জানুয়ারি অর্থাৎ রবিবার বাংলায় ফিরতে পারেন। সেক্ষেত্রে উত্তরবঙ্গের দুটি জেলা, জলপাইগুড়ি এবং আলিপুর দুয়ারের একাংশ রাহুলের সফর থেকে বাদ পড়তে পারে।রাহুল গান্ধির ভারত জোড়ো নয়া যাত্রা বৃহস্পতিবার সকাল ১০টার দিকে আসাম সীমান্ত পেরিয়ে বাংলায় পৌঁছয়। রাজ্য কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী, মহিলা কংগ্রেস নেতা পূজা রাই চৌধুরী, শুভঙ্কর সরকার, এআইসিসি সদস্য বিশ্বজিৎ সরকার এবং অন্যান্য নেতারা তাকে কোচবিহারের বুকশিরহাটে স্বাগত জানান। অধীর কর্তৃক একটি আনুষ্ঠানিক পতাকা হস্তান্তর অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। বুকশিরহাটে একটি সংক্ষিপ্ত বৈঠকের পরে, রাহুল এবং তার সহকর্মীরা তুফানগঞ্জ যাচ্ছিলেন। কিন্তু তিনি সোজা কোচবিহার শহরে চলে যান। বৃহস্পতিবার কোচবিহার সদর মহকুমার খাগড়াবাড়ি, মা ভাওয়ানি এলাকায় মিছিল করার কথা ছিল প্রাক্তন কংগ্রেস সভাপতির। কিন্তু সময় কমাতে কোচবিহার শহর ও আশেপাশের এলাকা থেকে রেল গোমতী, মা ভাওয়ানি, সদর বাজার, রাজবাড়ি গেট, খাগড়াবাড়ি হয়ে রাজারহাট পর্যন্ত রোড শো করেন রাহুল। একটি তথাকথিত অরাজনৈতিক সংগঠনের লোকেরা খাগড়াবাড়িতে পোস্টার এবং প্ল্যাকার্ড নিয়ে রাহুল গান্ধির ন্যায় যাত্রার কাছে জড়ো হয়েছিল। পোস্টারে লেখা ছিল, ‘বাংলার জন্য একা দিদিই যথেষ্ট।’ কংগ্রেস দাবি করেছে এর পিছনে তৃণমূল কংগ্রেস রয়েছে। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় গত কয়েকদিনে ঘোষণা করেছিলেন যে তিনি বাংলায় একাই নির্বাচনে লড়বেন।রাহুল দুপুর ২টার কিছু আগে হাসিমারার ভারতীয় বিমান ঘাঁটি থেকে দিল্লির উদ্দেশ্যে যাত্রা করেন। এআইসিসি সেক্রেটারি রঞ্জিত মুখোপাধ্যায় জানিয়েছেন, রাহুল রবিবার সকাল ৮টায় আলিপুর দ্বারের ফালকাতায় পূর্ব-পরিকল্পিত শিবিরের জায়গায় পৌঁছাবেন। সেখান থেকে আবার যাত্রা শুরু করবে তারা।কংগ্রেসের একাংশের দাবি, সোনিয়া গান্ধীর আকস্মিক অসুস্থতায় রাহুলকে দিল্লি ফিরতে হয়েছে। তবে সোনিয়ার গুরুতর অসুস্থ হওয়ার কোনো খবর নেই। দ্বিতীয়ত, তৃণমূল কংগ্রেসের নেতৃত্বাধীন রাজ্য প্রশাসন থেকে অসহযোগিতার বিভিন্ন উদাহরণ রয়েছে। রাজ্য কংগ্রেসেরও জনসভার জন্য মঞ্চ নিষিদ্ধ বা অনুমতি দেওয়ার অভিযোগ রয়েছে। কিন্তু এই কারণ যুক্তিযুক্ত নয়, কারণ তা হলে রাহুল গান্ধী বাংলায় ফিরে তীর্থযাত্রা শুরু করতেন না। কংগ্রেস নেতাদের একটি সূত্রের মতে, রাহুল গান্ধীকে রাহুল গান্ধীকে ফালকাতায় রাত কাটাতে হয়েছিল কারণ সেখানে পরিকাঠামো উপযুক্ত ছিল না। রাজ্যের কংগ্রেস নেতাদের সঙ্গে তিনি বিস্তারিত আলোচনা করেছেন বলে জানা গেছে। তিনি অবিলম্বে রাজ্য কংগ্রেস নেতৃত্বকে জানিয়েছিলেন যে এলাকাটি এখনও রাহুল গান্ধীর রাত্রিবাসের জন্য উপযুক্ত নয়। তাই রাহুল দিল্লি ফিরে গেছেন। রবিবার রাহুল বাংলায় ফিরে ফলকাট্টা থেকে তীর্থযাত্রা শুরু করবেন। সেক্ষেত্রে তাদের সেখানে রাত কাটাতে হবে না।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct