আপনজন ডেস্ক: বিহারের মুখ্যমন্ত্রী ও ইন্ডিয়া জোটের জোটসঙ্গী নীতীশ কুমার বিজেপি নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্সে (এনডিএ) ফিরতে পারেন বলে জল্পনা চলছে। বৃহস্পতিবার বিজেপি সূত্রের বরাত দিয়ে ইন্ডিয়া টুডে জানিয়েছে, জোটে ফিরতে চাইলে জেডিইউ প্রধানকে শর্ত দিয়েছে গেরুয়া শিবির। আর সেই শর্তই নীতীশ কুমারকে মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিতে হবে। এদিকে, জনমত ও এক্সিট পোলের মাধ্যমে নির্বাচনের পূর্বাভাস দেওয়া জন কি বাত সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, নীতীশ কুমার এনডিএ-তে ফিরতে চলেছেন এবং বর্তমানে রাজ্য বিধানসভা ভেঙে দেওয়ার জন্য আইনি বিকল্প খুঁজছেন। সূত্রের খবর, ২৯ জানুয়ারি কংগ্রেস নেতা রাহুল গান্ধীর নেতৃত্বাধীন ভারত জোড়ো ন্যায় যাত্রায় নীতীশ কুমার যোগ নাও দিতে পারেন।পাশাপাশি কেন্দ্রে জায়গা পেতে পারেন নীতীশ কুমার। পাটনায় দফায় দফায় বৈঠক হচ্ছে বলে জানা গিয়েছে। টাইমস নাউ জানিয়েছে, জেডিইউ নেতারা নীতীশ কুমারের বাড়িতে বৈঠক করবেন, আরজেডি নেতারা লালুপ্রসাদ যাদবের বাড়িতে পৃথক বৈঠক করছেন। সূত্রের খবর, বিজেপির শীর্ষ নেতাদেরও দিল্লিতে ডেকে পাঠানো হয়েছে এবং রাতেই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করতে যাচ্ছেন সুশীল মোদী।কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং বলেন, একজন বিজেপি কর্মী হিসেবে আমি বলতে পারি, নীতীশ কুমারের জন্য আমাদের দলে ঢোকার দরজা বন্ধ। তিনি একজন অবিশ্বস্ত রাজনীতিবিদ। ভারতীয় জোটের অন্যতম গুরুত্বপূর্ণ নেতা নীতীশ কুমার দু’বছর আগে বিজেপি থেকে দলবদল করেন। জেডিইউ নেতা কেসি ত্যাগী বৃহস্পতিবার বলেন, কর্পুরি ঠাকুরকে ভারতরত্ন দেওয়ার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসা করেছেন নীতীশ কুমার।
সংবাদসংস্থা এএনআই-কে তিনি বলেন, নীতীশ কুমারজি কর্পুরি ঠাকুর যেভাবে তাঁর নিজের ছেলেকে বিধায়ক টিকিট দেননি, তার প্রশংসা করেছেন। কর্পুরি ঠাকুরকে ভারতরত্ন দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর প্রশংসাও করেন তিনি। সূত্রের খবর, এর আগে ইন্ডিয়া জোটের আহ্বায়কের পদ খারিজ করে দিয়েছিলেন নীতীশ কুমার। তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় একাই লড়বে বলে ঘোষণা করায় ধাক্কা খেয়েছে তৃণমূল কংগ্রেস সুপ্রিমো। এছাড়া পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান জানিয়েছেন, ২০২৪ সালের লোকসভা নির্বাচনে পঞ্জাবে কংগ্রেসের সঙ্গে কোনও জোট করবে না আম আদমি পার্টি।এই জল্পনার মধ্যে কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং বিজেপি নেতা বাসবরাজ বোম্মাই দাবি করেছেন যে বিরোধী জোট ইন্ডিয়া ব্লক তার শরিকদের মধ্যে অসন্তোষের কারণে ভেঙে যাবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল, শরদ পাওয়ারের এনসিপি এবং নীতীশ কুমারের জেডিইউ সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ শরিক জোট ভেঙে যাওয়ার ইঙ্গিত দিচ্ছে বলে দাবি করেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই জোট থেকে বেরিয়ে গিয়েছেন, শরদ পাওয়ারও সেই পথে হাঁটতে পারেন। জোটের বাইরে পা বাড়ালেন নীতীশ কুমার। কংগ্রেস নেতাদের মনোভাবের কারণে দলগুলি প্রত্যাহার করায় ইন্দি জোট বেশি দিন স্থায়ী হবে না। নরেন্দ্র মোদী তৃতীয়বার প্রধানমন্ত্রী হলে এই দলের অস্তিত্ব থাকবে না।লোকসভা নির্বাচনে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ-কে মোকাবিলা করতে সাত মাস আগে ইন্ডিয়া ন্যাশনাল ডেভেলপমেন্টাল ইনক্লুসিভ অ্যালায়েন্স (ইন্ডিয়া) গঠন করা হয়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct