এম মেহেদী সানি, স্বরূপনগর, আপনজন: রক্তদানের মতো একটি মহৎ ও সামাজিক অনুষ্ঠানের মত সাম্প্রদায়িক সম্প্রীতির মেলবন্ধন ঘটানোর অন্য কোনও বিকল্প অনুষ্ঠান হতে পারেনা । মঙ্গলবার এমনই একটি রক্তদান শিবিরের আয়োজন করে স্বরূপনগর চারঘাট ইসলামিক জলসা কমিটি ৷ দু’দিনের ঐ অনুষ্ঠানের দ্বিতীয় দিন বুধবার ইসলামিক জলসা অনুষ্ঠিত হবে ৷ চারঘাট বাজারে ইসলামিক জলসা উপলক্ষে আয়োজিত ওই রক্তদান শিবিরে এলাকার অর্ধশতাধিক পুরুষ মহিলা রক্ত দান করেন ৷ ওই রক্তদান শিবিরে মোট রক্তদাতাদের প্রায় অর্ধেক রক্তদাতা ছিলেন অমুসলিম ৷ স্বেচ্ছাসেবী সংস্থা ‘বেডস’ পরিবারের সহযোগিতায় ওই রক্তদান শিবিরে চারঘাট ইসলামিক জলসা কমিটির আহ্বানে সাড়া দিয়ে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের অংশগ্রহণ এলাকায় দৃষ্টান্ত স্থাপন করেছ ৷ বিশেষভাবে সক্ষম বাম পা হীন আসাদুল মন্ডল সহ ডি ঘোষ দত্ত, চন্দন মন্ডল, সোমা সরদাররা রক্তদান করেন ৷ দেশজুড়ে যখন সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা ঘটেই চলেছে সেখানে দাঁড়িয়ে চারঘাটের ইসলামিক জলসা উপলক্ষে আয়োজিত রক্তদান শিবিরে হিন্দু-মুসলিমদের সমানভাবে অংশগ্রহণ সাম্প্রদায়িক সম্প্রীতির নজির বলেই মনে করা হচ্ছে ৷ চিরদিন চারঘাট এলাকায় সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুন্ন রাখতে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার নিয়ে এলাকার শান্তি বজায় রাখতে রক্তদান শিবির থেকে বার্তা দেন বেডসে’র রাজ্য সম্পাদক শাহজাহান মন্ডল, কাইচ খান, জলসা কমিটির সভাপতি সিরাজুল মন্ডল, সম্পাদক হাসান খান, মোতালেব মন্ডল, আলমগীর হোসেনরা ৷ উপস্থিত ছিলেন, শাহিন মন্ডল, রবিউল মন্ডল, সেলিম মন্ডল প্রমুখ ৷
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct