সঞ্জীব মল্লিক, বাঁকুড়া, আপনজন: রাস্তা ধারের জলাভূমি জেসিবি দিয়ে ভরাটের অভিযোগ , সংবাদমাধ্যমের ক্যামেরা দেখেই জেসিবি নিয়ে চম্পট দেওয়ার চেষ্টা, ঘটনাস্থলে ভূমি সংস্কার দফতরের আধিকারিকরা । কোনো আড়ালে আবডালে নয় , প্রকাশ্য দিবালোকে রাস্তার ধারের জলাভূমি ভরাট করা হচ্ছিল জেসিবি দিয়ে । সংবাদমাধ্যমের ক্যামেরা দেখেই জেসিবি নিয়ে চম্পট দেওয়ার চেষ্টা করলেন জেসিবি চালক । পরে খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয়ে গোটা ঘটনাটিকে অন্যায় বলে স্বীকার করে নিলেন ভূমি সংস্কার দফতরের আধিকারিকরা । ঘটনা বাঁকুড়ার সোনামুখী ব্লকের সাপুরডিহি মৌজার বেঁশে সেতু সংলগ্ন এলাকার । বাঁকুড়া বর্ধমান রাস্তার ধারে সোনামুখী ব্লকের সাপুরডিহি মৌজায় বেঁশে সেতু সংলগ্ন এলাকায় দীর্ঘদিন ধরেই একটি জলাভূমি রয়েছে । সেচ ক্যানেলের জল এই জলাভূমি দিয়েই যায় স্থানীয় চাষীদের জমিতে । স্থানীয়রাও দীর্ঘদিন ধরেই ওই জমি জলাশয় হিসাবে জেনে এসেছেন । সম্প্রতি সেই জলাভূমি কেউ বা কারা প্রকাশ্যে জেসিবি চালিয়ে ভরাট করে দিচ্ছে । খবর পেয়ে সংবাদমাধ্যম সেখানে যেতেই জেসিবি নিয়ে চম্পট দেওয়ার চেষ্টা করে জেসিবি চালক । খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হন সোনামুখী ব্লকের ভূমি সংস্কার দফতরের আধিকারিকরা । ঘটনাস্থলে গিয়ে জলাভূমি ভরাটের কথা কার্যত স্বীকার করে নিয়েছেন ব্লক ভূমি সংস্কার ও রাজস্ব আধিকারিক । সংশ্লিষ্ট জমির নথিপত্র খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে ভূমি সংস্কার দফতর । ভরাটের কাজে যুক্ত জেসিবি চালকের দাবী প্রয়োজনীয় নথি ও অনুমতির ভিত্তিতেই ওই এলাকায় ভরাটের কাজ চলছিল ।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct