দেবাশীষ পাল, মালদা, আপনজন: ফেক এসটি সার্টিফিকেট বাতিল করার দাবিতে মালদার জেলাশাসক দপ্তরের সামনে ধরনা আদিবাসীদের। ঘটনা ঘিরে ব্যাপক উত্তেজনা। পুলিশের সাথে ধস্তাধস্তি। আহত এক এক সিভিক ভলেন্টিয়ার সহ এক পুলিশ কর্মী। উল্লেখ্য আজ পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির পক্ষ থেকে পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী ডেপুটেশন কর্মসূচিতে অংশ নেওয়া হয়েছিল । প্রায় দু’ঘণ্টা শান্তিপূর্ণভাবে বসে থাকার পরও জেলাশাসক দেখা না করায় ক্ষিপ্ত হয়ে ওঠেন আদিবাসীরা। এরপর সদর দরজার গেট দিয়ে জেলাশাসকের দপ্তর প্রবেশের মূল দরজা এসে পৌঁছান তারা। এরপরই শুরু হয় পুলিশের সাথে ধস্তাধস্তি। পরে জেলাশাসক দপ্তরের প্রবেশ এবং বাহির পথ দুই আটকে বিক্ষোভ দেখাতে থাকেন আদিবাসীরা। জেলাশাসক দেখা করা না পর্যন্ত এই বিক্ষোভ চলবে বলে জানান সংগঠনের সদস্যরা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct