আপনজন ডেস্ক: সোনার খনির সুড়ঙ্গ ধসে ৭০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন আফ্রিকার দেশ মালিতে । খনির টানেল ধসে পড়ে এ প্রাণহানির ঘটনা ঘটে। ঘটনাস্থলে ২০০ জনেরও বেশি শ্রমিক ছিলেন। সোনার খনির স্থানীয় কর্মকর্তা ওমার সিদিবে জানান, প্রচণ্ড শব্দের পর টানেলে এ ধস শুরু হয়। পৃথিবী তখন কাঁপতে শুরু করেছিল। গত শুক্রবার মালির দক্ষিণ-পশ্চিম কাউলিকোরো অঞ্চলের একটি স্থানে ওই সুড়ঙ্গটি ধসে পড়লেও, এখন পর্যন্ত পূর্ণাঙ্গভাবে মৃতের সংখ্যা জানা যায়নি। তবে স্বর্ণ খনির টানেল ধসে ৭০ জনেরও বেশি শ্রমিক মারা গেছে। এ ব্যাপারে ওমার সিদিবে বলেন, 'সোনার খনিতে ২০০ জনেরও বেশি শ্রমিক নিয়োজিত ছিলেন। তাদের অনুসন্ধানকাজও এখন শেষ হয়েছে। আমরা ৭৩ জনের মরদেহ উদ্ধার করেছি।' মালির খনিবিষয়ক মন্ত্রণালয়ের মুখপাত্র বে কুলিবালি জানিয়েছেন, অস্থায়ী পরিসংখ্যানের ভিত্তিতে মৃতের সংখ্যা ৪০ জনের বেশি। মালির সরকার নিহতদের শোক সন্তপ্ত পরিবার এবং মালিয়ান জনগণের প্রতি সমবেদনা জানিয়েছে। এ ছাড়া খনির এলাকার কাছাকাছি বসবাসকারী সম্প্রদায়গুলোকে প্রয়োজনীয় নিরাপত্তা মেনে চলতে এবং শুধু সোনার প্যানিংয়ের জন্য সংরক্ষিত এলাকায় কাজ করতে বলেছে দেশটির সরকার।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct