অমরজিৎ সিংহ রায়, বালুরঘাট, আপনজন: আগামী ২৫ জানুয়ারি জাতীয় ভোটার দিবস। এবারের এই দিবসের মুল ভাবনা ‘ভোটের মতো কিছু নাই, ভোট আমি দেব তাই’। এর মূল লক্ষ ভোটার তালিকায় নাম তুলতে সাহায্য করা, উৎসাহিত করা এবং নতুন ভোটারদের নাম সংযোজিত করা। নির্বাচন প্রক্রিয়ায় ভোটারদের আরো বেশী করে যুক্ত করতে, তাঁদের সচেতন করে তোলাও এই দিনটি উদযাপনের উদ্দেশ্য। এই বিষয়টিকে মাথায় রেখে বুধবার গঙ্গারামপুর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক এর দপ্তরের তরফে মশাল দৌড় এর আয়োজন করা হয়। এদিনের এই মশাল দৌড়ে অংশ নেন স্বয়ং ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক অর্পিতা ঘোষাল। এছাড়াও উপস্থিত ছিলেন, নির্বাচক নিবন্ধন আধিকারিক অরুন কুমার হালদার, গঙ্গারামপুর ব্লক ওয়েলফেয়ার অফিসার বাসুদেব পাল, গঙ্গারামপুর ব্লকের শিল্প উন্নয়ন আধিকারিক(অইডিও) দেবরাজ বালা, ব্লকের ডিজাস্টার ম্যানেজমেন্ট অফিসার অতনু সরকার সহ আরো অনেকে।এ বিষয়ে গঙ্গারামপুর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক অর্পিতা ঘোষাল জানান, ‘আগামী ২৫ জানুয়ারি জাতীয় ভোটার দিবসকে সামনে রেখে আজ মশাল দৌড় এর আয়োজন করা হয়েছিল। নতুন ভোট দাতাদের উৎসাহিত করতে এবং ভোটার তালিকার নাম নথিভুক্ত করতে, যুব সম্প্রদায় কে উৎসাহিত করে তোলাই এই দিনটি উদযাপনের মূল উদ্দেশ্য।’পাশাপাশি ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক আরো জানান, ‘আগামীকাল আমরা বিভিন্ন বিদ্যালয়ের পড়ুয়াদের নিয়ে বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করেছি। পাশাপাশি আগামীকাল জাতীয় ভোটার দিবসের দিন ১০০ বছরের ঊর্ধ্বের ভোটারদের পুরস্কৃত করা হবে এবং ব্লকের বেস্ট বিএলও দের পুরস্কৃত করা হবে।উল্লেখ্য, জাতীয় ভোটার দিবস ভারতে প্রতি বছর ২৫ জানুয়ারি তারিখে পালন করা হয়। ২০১১ সালের ২৫ জানুয়ারি তারিখ ভারতের নির্বাচনী আয়োগের ৬১তম প্রতিষ্ঠা দিবসের সঙ্গে সংগতি রেখে তখনকার রাষ্ট্রপতি প্রতিভা পাটিল এই দিবসের আনুষ্ঠানিক সূচনা করেছিলেন।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct