নিজস্ব প্রতিবেদক, কলকাতা, আপনজন: মাদ্রাসা সার্ভিসের পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবি জানাল ছাত্র সংগঠন স্টুডেন্টস ইসলামিক অর্গানাইজেশন অফ ইন্ডিয়া বা এসআইও। বুধবার এসআইও-রপশ্চিমবঙ্গ শাখার পক্ষ থেকে একটি প্রতিনিধি দল পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশনের আধিকারিকদের সাথে সাক্ষাৎ করে। উল্লেখ্য আগামী ২৮ শে জানুয়ারী পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের সাব ইন্সপেক্টর নিয়োগের প্রিলিম পরীক্ষা আগেই নির্ধারিত ছিল। একই দিনে WB-MSC TET পরীক্ষার নোটিশ দেয় পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশন। বেশ কিছু সংখ্যক চাকরিপ্রার্থীরা একই সাথে দুটি পরীক্ষার জন্য আবেদন করেছেন, তাদের পক্ষে একই দিনে দুটি পরীক্ষায় বসা অসম্ভব। তাই সংগঠনের পক্ষ থেকে রাজ্য জনসংযোগ সম্পাদক গাজী তাওফিক ইসলামের নেতৃত্বে প্রতিনিধি দল মাদ্রাসা সার্ভিস কমিশনকে আগামী ২৮শে জানুয়ারি প্রাইমারি ও আপর প্রাইমারি অ্যারাবিক ও থিয়োলজি টেট পরীক্ষা পিছিয়ে দিয়ে নতুন তারিখে পরীক্ষা নেওয়ার দাবি জানান। সেই সাথে বেশ কিছু সংখ্যক পরীক্ষার্থীদের দুই পরীক্ষার অ্যাডমিট কার্ড জমা দেওয়া হয়। এদিন প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন এসআইও পশ্চিমবঙ্গের রাজ্য পরামর্শ পরিষদের সদস্য সফিকুল ইসলাম মন্ডল, এসআইও পূর্ব মেদিনীপুর জেলার সম্পাদক মন্ডলীর সদস্য সেখ আশরাফুল। সংগঠনের রাজ্য সভাপতি সাইদ মামুন এদিন বলেন, “পশ্চিমবঙ্গের দুটি পর্ষদের পরীক্ষা, একটি প্রিলি এবং অন্যটি টেট, কাকতালীয় ভাবে একই দিনে পড়ছে, যা খুবই পরিতাপের বিষয়। সাব ইন্সপেক্টার নিয়োগের প্রিলি পরীক্ষা ইতিপূর্বে ২৮শে জানুয়ারি দিনক্ষণ হিসেবে ঘোষণা করা সত্ত্বেও মাদ্রাসা সার্ভিস কমিশন পরীক্ষার নেওয়ার মাত্র ১০ দিন আগে এমএসসি টেট পরীক্ষার বিজ্ঞপ্তি দেয়। মাদ্রাসা সার্ভিস কমিশনের পক্ষ থেকে এরকম অকস্মাৎ পরীক্ষার দিন ঘোষণা চাকরিপ্রার্থীদের কাছে অত্যন্ত অপ্রত্যাশিত এবং যারা দুটি পরীক্ষায় দিতে ইচ্ছুক তাদের জন্য একটি অযথা বোঝা এবং বাস্তবিক ক্ষেত্রে অসম্বভ।” তিনি আরও বলেন, বহুদিন ধরে চাকরীর জন্য যে সকল যুবক-যুবতীরা সংগ্রাম করে চলেছে এহেন পরিস্থিতিতে তাদের স্বপ্ন ধুলিস্যাৎ হওয়ার পথে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct