মোল্লা মুয়াজ ইসলাম, বর্ধমান, আপনজন: কেন্দ্রীয় সরকার ঠুঁটো জগন্নাথ ওদের বাক্সটাও হয়ে যাবে ফুটো। সামাজিক ও মানবিক যা কাজ পশ্চিমবঙ্গ সরকার বা তৃণমূল সরকারি করেছে তা বিশ্বে বিরল । বুধবার বর্ধমানে গোদার মাঠে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অনেক গুলি সুবিধা প্রদান, সরকারি প্রকল্প ও শিলান্যাস উদ্বোধন উপলক্ষে বর্ধমান এসে এই কথা বলেন। মুখ্যমন্ত্রী আরো বলেন, কেন্দ্রীয় সরকার বিভিন্ন প্রকল্পে টাকা বন্ধ করে দিয়েছে ।১০০ দিনের কাজে টাকা দেয় না তবুও পশ্চিমবঙ্গ সরকার মানুষকে চল্লিশ দিনের কাজ দিচ্ছে। কিছু লোকের কাজ হচ্ছে টিভিতে পাউডার মেখে বিভিন্ন ক্ষেত্রে সমালোচনা করা যখন জিনিসপত্র দাম বাড়ে ,সংখ্যালঘুদের কে পিটিয়ে মারা হয় তখন তারা কোথায় থাকে। জি এস টি টাকা কেন্দ্রীয় সরকার নিয়ে চলে যাচ্ছে আর রাজ্য সরকারকে কোন কিছু দেয়ার নাম করলেই তাদের লোগো এবং ছবি ব্যবহার করার কথা বলছে।মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেন রাজ্যে ৮ কোটি মানুষকে স্বাস্থ্য সাথী প্রকল্পে আনা হয়েছে। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত বিভিন্ন সরকারি প্রকল্পে মানুষ সাহায্য এবং সহযোগিতা পেয়ে আসছে। রাজ্যে ৩০টি নতুন বিশ্ববিদ্যালয় গঠন করা হয়েছে ।মুখ্যমন্ত্রী মহামান্য আদালতের কাছে আবেদন জানিয়েছেন যেন নতুন চাকরি পর্থীদের চাকরিতে নিয়োগ দিতে পারেন। শুধু রাম বাম সাম কোর্টে মামলা করে অনেক চাকরি ঝুলিয়ে রেখেছে। পূর্ব বর্ধমানের শহর লাগোয়া গোদা ময়দানে কয়েক লক্ষ মানুষের উপস্থিতিতে মুখ্যমন্ত্রী অনেকগুলি সরকারি সুবিধা প্রদান বিভিন্ন প্রকল্প উদ্বোধন করেন। মুখ্যমন্ত্রী শস্য গোলার চাষীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন বর্ধমানের সীতাভোগ ও মিহিদানা জি আই ট্যাগ পেয়েছে ।আগামী দিনে শক্তিগরের ল্যাংচার জি আই পাবার ব্যবস্থা করতে হবে । ডানকুনি থেকে রঘুনাথ পুর করিডর রাস্তা বানানো হচ্ছে ।এতে লক্ষ লক্ষ ছেলে কাজ পাবে ।রাজ্যে কুটির শিল্পে এক কোটি মানুষ কাজ করেন । পরিযায়ী শ্রমিকদের ডাটা তৈরির করা হয়েছে ।যারা অনেক সুযোগ সুবিধা পাবে বলে জানান । মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ৪৯১ টি প্রকল্পের উদ্বোধন করেন যার আর্থিক মূল্য ৩৬৫.৪৫কোটি টাকা। ৩৯০ টি রাস্তা যার দূরত্ব ৫১৯ কিলো মিটার ।এর সঙ্গে বর্ধমান মেডিকেল কলেজের ইউরোলজি ডিপার্টমেন্টের মেশিন ,বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের ছাত্রাবাস ওই মঞ্চ থেকে উদ্বোধন করেন। এই মঞ্চ থেকে ২০০ ছাত্র ও ২০০ ছাত্রীদের জন্য হোস্টেল বিল্ডিং ঘোষণা দেন । গোদার ওই মঞ্চ থেকে ৫৪৭টি প্রকল্পের শিলান্যাস করলেন যার আর্থিক মূল্য ৮৩৭ কোটি টাকা। যার মধ্যে উল্লেখযোগ্য বর্ধমান আরামবাগ রোড সম্প্রসারণ ।যার জন্য ৭৮ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে ।রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস সুপ্রিমো বর্ধমানে এসেন বেলা ১২.৩০ নাগাদ হেলিকপ্টারে। রাজ্যের একাধিক মন্ত্রী এমপি দুই বর্ধমানের এসপি জেলাশাসক থেকে শুরু করে বহু সরকারি আধিকারিক ও পূর্ব পশ্চিম বর্ধমানের সমস্ত এমএল এরা উপস্থিত হয়েছিলেন। পূর্ব বর্ধমানের জেলা পরিষদ কাউন্সিলর পূর্ব বর্ধমানের বিভিন্ন পৌরসভার চেয়ারম্যান থেকে শুরু করে বহু আধিকারিক উপস্থিত হয়েছিলেন। মুখ্যমন্ত্রীর আগমন ঘিরে প্রশাসনের তৎপরতা ছিল চোখে পড়ার মতো নিশ্চিদ্র নিরাপত্তায় গোটা এলাকা মুড়ে ফেলা হয়েছিল। এদিন উপস্থিত ছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস, মন্ত্রী প্রদীপ মজুমদার, মন্ত্রী মলয় ঘটক, মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী, সাংসদ সুনীল মন্ডল সহ পুর্ব ও পশ্চিম বর্ধমানের সরকারী আধিকারিকরা সহ বিধায়ক গণ, দুই জেলার জেলা পরিষদের কর্মাধ্যক্ষগণ সহ আরও অন্যান্য অনেকে। মমতা ব্যানার্জির আগমনী ঘিরে তৃণমূল কংগ্রেসের কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct