দেবাশীষ পাল, মালদা, আপনজন: নেতাজির জন্মদিনে এক মঞ্চে শাসক বিরোধী। রাজনৈতিক দ্বন্দ্ব ভুলে মালদায় নেতাজির জন্মদিনে শামিল তৃণমূল সিপিএম নেতৃত্ব। আর এই মঞ্চ থেকে ২৩ শে জানুয়ারি কে যারা জাতীয় ছুটি ঘোষণা করতে পারে না, তারা আবার ২২ তারিখ অর্ধ দিবস ছুটি ঘোষণা করেছে এমনই দাবি তুলে সোচ্চার হলেন সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী। উল্লেখ্য আজ ইংলিশ বাজার পৌরসভার উদ্যোগে নেতাজি মোড়ে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন পালনের আয়োজন করা হয়েছিল। যে মঞ্চে উপস্থিত ছিলেন ইংলিশ বাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ন চৌধুরী সহ অন্যান্য তৃণমূল কাউন্সিলারা। তৃণমূলের এই মঞ্চে একই সঙ্গে উপস্থিত থাকতে দেখা যায় সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তীকে। শাসক দলের নেতা-নেত্রীদের সাথে নেতাজীর মূর্তিতে মাল্যদান করেন তিনিও। পরে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, মালদা শহরের সমস্ত স্কুল ক্লাব রাজনৈতিক দলগুলি একসাথে মিলে নেতাজীর জন্মদিন পালন করছে খুব ভালো লাগছে। আমরা সবাই নেতাজির ভক্ত। এখানে রাজনৈতিক কোন ব্যাপার নেই। আমাকে ডেকেছে আমরা এসেছি। মাল্যদান কর্মসূচির পর এই অনুষ্ঠান মঞ্চ থেকে ২৩ শে জানুয়ারিকে জাতীয় ছুটি ঘোষণা করার পক্ষে বিজেপিকে একহাত নেন তিনি।আমরা পৌরসভার পক্ষ থেকে মাল্যদান করছিলাম ঠিক সেই সময় সিপিএম নেতা সুজন চক্রবর্তী এখানে আসেন আমরা তাকেও আমন্ত্রণ জানাই মাল্যদান করতে এটা আমাদের নাগরিক দায়িত্ব পাল্টা দাবি করলেন ইংলিশ বাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct