মোল্লা মুয়াজ ইসলাম, বর্ধমান, আপনজন: শহর বর্ধমানে বঙ্গীয় সাহিত্যিক অনুসন্ধান সমিতির উদ্যোগে হয়ে গেলো সাহিত্য আড্ডা । রমজান একাডেমি সভা ঘরে কবি সাহিত্যিক বুদ্ধিজীবীদের মিলন স্থলে পরিণত হয় ।এই সংস্থার মূল উদ্দেশ্য পিছিয়ে পড়া মানুষের কথা তুলে ধরা ।যারা নিভৃত চারি মানুষ যারা সুযোগ পায়না ,অন্তঃপুরের মহিলারা যারা সাহিত্য সাধনা করেন ।যাদের বই প্রকাশিত হয়না তাদের কথা থাকবে । যাদের কথা কেও বলেনা তাদেরকে একত্রিত করা ।গোটা রাজ্য জুড়ে এই সংস্থা সেই লক্ষে কাজ করে যাচ্ছে ।এতে বহু অনামী সাহিত্য অনুরাগী মানুষ তাদের প্রতিভার স্বাক্ষর রাখছেন। সাহিত্যিক ড. রমজান আলি বলেন সাহিত্যিক অনুসন্ধান সমিতি যে ভাবে কাজ করছে তাতে বাঙালি পিছিয়ে পড়া শ্রেণী সাহিত্যে বিপ্লব আনবে । সংগঠনের সম্পাদক এম রুহুল আমিন সংগঠনের শ্রীবৃদ্ধিতে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন । বঙ্গীয় সাহিত্যিক অনুসন্ধান সমিতির রাজ্য সভাপতি ড. রমজান আলী , এম রুহুল আমিন রাজ্য সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করছেন । সাহিত্য আড্ডায় উপস্থিত ছিলেন মুস্তারি বেগম , সেখ জাহির আব্বাস ,ফিরোজা বেগম,ডাঃ সামশুল হক ,সৈয়দা বেনজির আসরার,সেখ মহম্মদ আমিন,কাজী জুলফিক্কার আলী, মাসুদ করিম, শামীমা আসমান সহ বহু বিশিষ্ট কবি সাহিত্যিকরা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct