সুব্রত রায়, কলকাতা, আপনজন: সোমবার ব্যস্ত পার্ক সার্কাসের চার নম্বর ব্রিজ থেকে সেতুর রেলিংয়ে চড়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন এক ব্যক্তি। পুলিশ সূত্রে খবর মেয়েকে স্কুটারে চাপিয়ে সাইন্স সিটির দিকে যাচ্ছিলেন ওই ব্যক্তি। পার্ক সার্কাসে ডিজে এসে স্কুটার থামিয়ে মেয়েকে জানান মোবাইল হারিয়ে গেছে। সেটা খুঁজতে হবে। এরপর সেতুর রেলিং থেকে ট্রেন লাইনে ঝাঁপ দেওয়ার চেষ্টা করেন। এই পরিস্থিতি দেখে রাস্তায় থাকা সাধারণ মানুষ জন স্থানীয় থানায় খবর দেয়। পুলিশ ও দমকল কর্মীরা খবর পেয়ে তৎক্ষণাৎ ঘটনাস্থলে আসে। কিন্তু ওই ব্যক্তি কিছুতেই নিচে নামতে নারাজ। অনেক বুঝিয়ে তাকে নিচে নামানো হয়। জানা যায়, তিনি অবসাদগ্রস্ত। এরপর পুলিশ তিল জলার ৪০ বছর বয়সের ওই ব্যক্তিকে একটি দামি দোকানের এক প্লেট বিরিয়ানি কিনে এনে খাওয়ান। পুলিশ ওই ব্যক্তির সাথে কথা বলেই জানতে পেরেছে তিনি মার্বেলের কাজ করেন। স্ত্রীর সঙ্গে থাকেন না। তার আর্থিক সমস্যা চলছে। তাই তিনি সেতুর উপর থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন। পুলিশ ওই ব্যক্তিকে এবং তার মেয়েকে নিরাপদে বাড়ি পৌঁছে দেয়। এমনকি স্কুটি টাও পৌঁছে দেওয়া হয়েছে তার বাড়িতে। এই ধরনের সিদ্ধান্ত সে যাতে গ্রহণ না করে তার জন্য কলকাতা পুলিশের পক্ষ থেকে মনস্তত্ত্ববিদদের সঙ্গে যোগাযোগ করে ওই ব্যক্তির সঙ্গে একটি যোগাযোগ স্থাপন গড়ে তোলা হচ্ছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct