আপনজন ডেস্ক: গাজা যুদ্ধ শুরুর পর সোমবার পর্যন্ত দক্ষিণ লেবাননে ইসরায়েলের হামলায় ২শ’রও বেশি লোক নিহত হয়েছে। বার্তা সংস্থা এএফপি’র পরিসংখ্যান থেকে এই কথা জানা গেছে। গত ৭ অক্টোর ইসরায়েল-হামাস যুদ্ধ শুরুর পর থেকে লেবানন ও ইসরায়েল সীমান্তে ইরান সমর্থিত হিজবুল্লাহ গ্রুপের সাথে প্রায় প্রতিদিনই তেল আবিরের গুলি বিনিময় হচ্ছে। সোমবার হিজবুল্লাহ এক ঘোষণায় বলেছে, জেরুজালেম যাওয়ার পথে তাদের তিন যোদ্ধাকে হত্যা করা হয়েছে। এই নিয়ে যুদ্ধ শুরুর পর থেকে দক্ষিণ লেবাননে ২০২ জন প্রাণ হারিয়েছে। এদের মধ্যে ১৪৭ জনই হিজবুল্লাহর সদস্য। এছাড়া ইসরায়েলী হামলায় তিন সাংবাদিকসহ ২৬ বেসামরিক নাগরিক, দু’জন উদ্ধারকারী এবং এক লেবাননী সৈন্য প্রাণ হারিয়েছে। এদিকে লেবানন সীমান্তে হামাস ও ইসলামিক জিহাদ গ্রুপের ১০ জন নিহত হয়েছে বলে গ্রুপ দু’টি দাবি করেছে। ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে সংঘাত শুরুর পর লেবাননের ওই অঞ্চল থেকে ৮৩ হাজারেরও বেশি লোক তাদের বাড়িঘর ছেড়ে পালিয়ে গেছে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct