রঙ্গিলা খাতুন, জীবন্তি, আপনজন: ‘দেশপ্রেম দিবসে’ বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দিয়ে নজীর সৃষ্টি করলেন খ্যাতনামা চিকিৎসকেরা । ২৩ জানুয়ারী দেশ নায়ক সুভাষ চন্দ্র বসুর জন্ম দিনে ‘দেশপ্রেম দিবসে’ জীবন্তি যুগ-দূত সংঘের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা ও স্বাস্থ শিবিরের আয়োজন করা হয়েছিল। গ্রামের মানুষকে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দিতে শহর থেকে জীবন্তিতে ছুটে এসে কয়েকশো মানুষকে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দিয়ে নজীর সৃষ্টি করলেন কলকাতাসহ বহরমপুরের নামকরা চিকৎসকেরা। কান্দির জীবন্তি পুলিশ ক্যাম্পে মঙ্গলবার সকাল ১০ থেকে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা নিতে লক্ষীনারায়নপুর, উদয়চাঁদপুর, দুর্গাপুর, গোকর্ণ, মহলন্দী সহ একাধিক গ্রামের কয়েকশো মানুষ ভিড় জমিয়েছিলেন। বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দিতে সহযোগীতার হাত বাড়িয়ে দিলেন কলকাতার বিশিষ্ট্য চিকিৎসক গাউনো (প্রসূতি) এবং ক্যানসার বিশেষজ্ঞ মোহতাসিম হোসেন ওরফে পিয়ার ডাক্তার। এছাড়াও উপস্থিত ছিলেন ডাক্তার তুহিন চক্রবর্তী ও বহরমপুর মেডিক্যাল হাসপাতালের চিকিৎসক মোহম্মদ আমানুল্লা, দন্ত চিকিৎসক নাসরিন আক্তার, শিশু বিশেষজ্ঞ সায়ন্তন মন্ডল প্রমুখ্য। জীবন্তি যুগ-দূত ক্লাবের পক্ষ থেকে সমস্ত চিকিৎসকদের ব্যাচ পড়িয়ে মমেন্ট দিয়ে বরণ করে নেওয়া হয়। প্রসঙ্গত গ্রামের অসহায় দুস্থ গরীব মানুষ ছাড়াও অনেক সাধারণ মানুষ যারা নামী দামী ডাক্তারের দেখানোর সুযোগ পাননা না তাদের জন্য জীবন্তি যুগ-দূত সংঘের উদ্যোগে এবং চিকিৎসকদের সহযোগীতায় বিনামূল্যে চিকিৎসা পরিষেবা ও স্বাস্থ্য পরীক্ষাসহ ঔষধ দেওয়া হয়। এ বিষয়ে মোহতাসিম হোসেন ওরফে পিয়ার ডাক্তার বলেন “ আজ ২৩ জানুয়ারী মহান নেতা নেতাজীর জন্মদিনে অসহায় মানুষকে পরিষেবা দিতে পেরে খুব ভালো লাগছে। ভবিষৎতে আরো পরিষেবা দেওয়ার চেষ্টা করব। সবচেয়ে বড় আনন্দের বিষয় হল আমি আপদেরই একজন এই জীবন্তির উদয়চাঁদপুর হাইস্কের ছাত্র। এখানেই বড়ো হয়রছি। চিকিৎসক হয়েছি ঠিকিই কিন্তু গ্রামের মানুষকে ভুলে যায়নি।”
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct