সারিউল ইসলাম, মুর্শিদাবাদ, আপনজন: মুর্শিদাবাদ রেল স্টেশনের সামনে গজিয়ে উঠেছিল অবৈধ নির্মাণ। পৌরসভার জায়গা দখল করে চলছিল রেস্টুরেন্টের কারবার। বারংবার রেল দপ্তরকে এবং মুর্শিদাবাদ পৌরসভাকে কয়েকবছর ধরে জানিয়েও কোনরকম সুরাহা হয়নি। কলকাতা হাইকোর্টের নির্দেশে গত এক সপ্তাহ আগে অবৈধ নির্মাণকারীদের মুর্শিদাবাদ পৌরসভা দু-দুবার নোটিশ দেয়। তিনদিন করে দুবার সময় দেওয়া হয়, যাতে তারা সেখান থেকে অবৈধ নির্মাণ সরিয়ে ফেলেন। কিন্তু অবৈধ নির্মাণ না সরানোই মঙ্গলবার সেই অবৈধ নির্মাণ ভাঙ্গা হলো মুর্শিদাবাদ পৌরসভার উদ্যোগে। মুর্শিদাবাদ থানার বিশাল পুলিশ বাহিনীর উপস্থিতিতে ওই অবৈধ নির্মাণ ভাঙ্গা হয়। স্টেশনের সম্মুখে অবৈধ নির্মাণ ভাঙ্গার পর স্টেশন রোড যানজট মুক্ত হবে বলেই মত স্থানীয়দের। মুর্শিদাবাদ পৌরসভার চেয়ারম্যান ইন্দ্রজিৎ ধর বলেন, ‘আগামীতে রাস্তা চওড়া করার জন্য শহরের আরো অবৈধ নির্মাণ ভাঙ্গা হবে।’
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct