রাজু আনসারী, অরঙ্গাবাদ, আপনজন: জমজমাট আবহে আনুষ্ঠানিকভাবে শুরু হল সামসেরগঞ্জের চাচন্ড বি জে হাইস্কুলের প্ল্যাটিনাম জুবিলী অনুষ্ঠান। মঙ্গলবার বেলা ১১ টা নাগাদ মুর্শিদাবাদ জেলার সামশেরগঞ্জের বাসুদেবপুর হাইস্কুল প্রাঙ্গনের মাঠে ফিতে কেটে ও পায়রা উড়িয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয় প্ল্যাটিনাম জুবিলী উদযাপন অনুষ্ঠান। উদ্বোধন করেন সামসেরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলাম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জঙ্গিপুরের মহকুমা শাসক আইএএস একাম জি সিং, সামসেরগঞ্জ পঞ্চায়েত সমিতির সহ সভাপতি আনোয়ারা বেগম, চাচন্ড বি.জে. হাইস্কুলের প্রধান শিক্ষক মিজাউর রহমান, ম্যানেজিং কমিটির সভাপতি মুলতান আলি সহ অন্যান্য বিশিষ্টজনেরা। মঙ্গলবার ও বুধবার দুই দিনব্যাপী চলবে এই প্লাটিনাম জুবিলী অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রাক্তনীদের পাশাপাশি এলাকার সকল বিশিষ্টজনদের উপস্থিতি কার্যত ব্যাপক আকর্ষণীয় করে তোলে। প্লাটিনাম জুবিলির পাশাপাশি বিজ্ঞান প্রদর্শনীর ব্যবস্থা, সাংস্কৃতিক অনুষ্ঠান, বিতর্ক প্রতিযোগিতা সহ নানাবিধ অনুষ্ঠানের আয়োজন করা হয় চাচন্ড বি জে হাইস্কুল প্রাঙ্গনে। বিধায়ক আমিরুল ইসলাম জানান, চাচন্ড বি জে হাইস্কুল এলাকার গর্ব। তিনি প্রতিষ্ঠানের শ্রী বৃদ্ধি কামনা করেন। এদিকে প্ল্যাটিনাম জুবিলী উদযাপন অনুষ্ঠান নিয়ে স্কুলের প্রধান শিক্ষক মিজাউর রহমান জানান, শিক্ষার আলো জ্বালিয়ে এলাকাকে আলোকিত করেছে চাচন্ড বি.জে হাইস্কুল। একেবারে মাটির ঘর থেকে আজ ফুলে ফলে সুশোভিত হাইস্কুল। আজ স্কুলে অনুষ্ঠান করতে পেরে আমরা গর্বিত। দুদিন ধরে চলবে এই অনুষ্ঠান।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct