সেখ মহম্মদ ইমরান, মেদিনীপুর, আপনজন: বিপদে এবার পাশে এসে দাঁড়াবে আপদ মিত্ররা। আপৎকালীন পরিস্থিতি মোকাবিলায় জেলাতে তৈরি হল এক বিশেষ টিম। যার পোশাকি নাম আপদ মিত্র। হড়পা বান, বন্যা, ঝড়-বৃষ্টিতে অসহায় মানুষের সাহায্যের জন্য প্রশিক্ষিত টিম গঠন করা হল। আপদকালীন পরিস্থিতি কীভাবে জনসাধারণকে নিরাপদ স্থানে নিয়ে যেতে হবে, দুর্যোগের সময় কীভাবে তাঁদের উদ্ধার করতে হবে, দ্রুত ত্রাণ পরিষেবা ব্যবস্থা কী করে হয়, সে সম্বন্ধে বিস্তারিত ট্রেনিং দেওয়া হয়েছে। সূত্রে জানা গেছে, জেলাতে ২০০ জন যুবককে প্রশিক্ষণ দিয়ে এই আপদ মিত্র টিম প্রস্তুত করল পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসন। জেলাশাসক খুরশেদ আলী কাদরী মঙ্গলবার তাদের হাতে ১৭ রকমের ব্যবহার্য সামগ্রী কিট তুলে দেন। এতদিন পশ্চিম মেদিনীপুর জেলাতে নিজস্ব কিছু কর্মী থাকলেও পর্যাপ্ত ছিল না। দুর্যোগ পরিস্থিতি মোকাবিলায় ডিজাস্টার ম্যানেজমেন্টের টিম কলকাতা ও বিভিন্ন স্থান থেকে হাজির হতো। একসঙ্গে দুইশজন যুবককে প্রশিক্ষণ দিয়ে টিম তৈরি করা হয়েছে। প্রাকৃতিক দুর্যোগের সময় সমস্ত রকম সাহায্য সহযোগিতা করবে এই আপদ মিত্র টিম, জানালেন জেলাশাসক খোরশেদ আলী কাদেরী। উপস্থিত ছিলেন ডিস্ট্রিক্ট ডিজিস্টার অফিসার ইনচার্জ বিপ্লব নাথ প্রমুখ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct