আব্দুস সামাদ মন্ডল, কলকাতা, আপনজন: এক দশক পর শূন্যপদের সংখ্যা যথেষ্ট কম, মাত্র ১,৭২৯ পদে নিয়োগের জন্য মাদ্রাসা সার্ভিস কমিশনের (এমএসসি) বিজ্ঞপ্তিতে প্রশ্ন উঠেছিল আগেই। ২৮ জানুয়ারি এমএসসি-র প্রাথমিক ও উচ্চ প্রাথমিকের টেট আর এই টেটের অ্যাডমিট দেওয়ার কথা ২৩ জানুয়ারি অথচ এখনো (রাত সাড়ে দশটা) কমিশনের ওয়েবসাইটে দেখা নেই অ্যাডমিট।কমিশনের নোটিশে যোগাযোগের যে নাম্বার দেওয়া ছিল তাতে ফোন করলে ফোন সুইচড অফ থাকায় উত্তর মেরেনি। এমতাবস্থায় ক্ষুব্ধ হবু শিক্ষকরা। এক চাকুরী প্রার্থী অভিযোগ করেন. মাদ্রাসা সার্ভিস কমিশনের ব্যর্থতার নিয়ে।তারা আরো অভিযোগ করেন, কমিশন জানিয়েছে, প্রাথমিক ও উচ্চ প্রাথমিকের টেট এবং নবম-দশম ও একাদশ-দ্বাদশের পরীক্ষায় নেগেটিভ মার্কিং থাকবে। অথচ রাজ্যে এর আগে টেট পর্যায়ের কোনও নিয়োগ- পরীক্ষায় নেগেটিভ মার্কিং থাকেনি। এই পরিস্থিতিতে মাদ্রাসার টেটের দিন দশেক আগে কমিশনের বিজ্ঞপ্তিতে তৈরি হয়েছে ক্ষোভ।চাকরিপ্রার্থীদের বক্তব্য, রাজ্যে প্রাথমিক শিক্ষা পর্ষদ ও স্কুল সার্ভিস কমিশনের (এসএসসি) নিয়োগ পদ্ধতি, বা সর্বভারতীয় সমতুল কোনও পরীক্ষাতেও নেগেটিভ মার্কিং নেই। ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন (এনসিটিই)-এর গাইডলাইনেও টেটে নেগেটিভ মার্কিং না রাখার কথা বলা আছে। সে জায়গায় কমিশনের জানাচ্ছে, দু’টি ভুল উত্তরে কেটে নেওয়া হবে এক নম্বর। প্রার্থীদেরঅভিযোগ, এই বিধি সম্পূর্ণ ভাবে এনসিটিই-র নিয়মবিরুদ্ধ। কমিশনের অফিসারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও সফল হয়নি আপনজন প্রতিনিধি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct