মাফরুজা মোল্লা, ক্যানিং, আপনজন : অন্যান্য বছরের ন্যায় মঙ্গলবার ২৩ জানুয়ারী নেতাজী সুভাষ চন্দ্র বসু’র ১২৭ তম জন্মদিন উপলক্ষে অনুষ্ঠিত হল ‘ক্যানিং এমএলএ গোল্ড ম্যারাথন ২০২৪’।১০ কিলোমিটার এই ম্যারাথন দৌড় এর উদ্যোক্তা ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশরাম দাস।এদিন তালদি’র রাজাপুর থেকে শুরু হয় এই ম্যারাথন দৌড়। শেষ হবে ক্যানিং বাসষ্ট্যান্ড এ।বাসষ্ট্যান্ডের একটি মঞ্চ থেকে পুরষ্কৃত করা হবে দৌড়বিদদের।ম্যারাথন দৌড়ে মহিলা ও পুরুষ বিভাগে দেশের উত্তরপ্রদেশ,বিহার,ঝাড়খন্ড,বারানসী,সিকিম,হরিয়ানা,মধ্যপ্রদেশ সহ রাজ্যের ক্যানিং, বারুইপুর, জয়নগর, হাবড়া সহ বিভিন্ন প্রান্ত থেকে ১২০০ জন অংশগ্রহন করেছিলেন।পুরুষ বিভাগে প্রথম হয়েছেন সিকিমের দেম্বার কুমার বসন্ত। তিনি ২৮ মিনিট ১৪ সেকেন্ডে ১০ কিমি দৌড় শেষ করেন।দ্বিতীয় হয়েছেন উত্তরপ্রদেশের অভিষেক। তিনি ২৮ মিনিট ৩৪ সেকেন্ডে দৌড় সমাপ্তী করেন। তৃতীয় হয়েছেন উত্তরপ্রদেশের ইসলাম আলি। তিনি সময় নিয়েছেন ২৮ মিনিট ৫৪ সেকেন্ড। অন্যদিকে মহিলা বিভাগে প্রথম হয়েছেন বিহারের রেণু সিং। তিনি ১০ কিমি দৌড়ে সময় নিয়েছেন ৩১ মিনিট ১৬ সেকেন্ড। দ্বিতীয় হয়েছেন বিহারে অঞ্জলি কুমারী। তিনি সময় নিয়েছেন ৩১ মিনিট ২২ সেকেন্ড। তৃতীয় হয়েছেন উত্তরপ্রদেশের পূজা ভার্মা। তিনি ৩১ মিনিট ৪১ সেকেন্ডে ১০ কিমি দৌড় শেষ করেন।
এদিন ম্যারাথন দৌড় শেষে বিজয়ী দৌড়বিদদের কে পুরষ্কৃত করা হয়। পুরুষ বিভাগে প্রথম পুরষ্কার নগদ পঞ্চাশ হাজার টাকা ও সোনার আংটি।মহিলা বিভাগের প্রথম পুরষ্কার নগদ ত্রিশ হাজার টাকা ও সোনার আংটি তুলে দেওয়া হয়। এছাড়াও দ্বিতীয়,তৃতীয় সহ সকল কে পুরষ্কৃত করা হয়। উল্লেখ্য সুন্দরবনের প্রবেশদ্বার ক্যানিং।ক্যানিং এমএলএ গোল্ড ম্যারাথন শুধুমাত্র ক্যানিং কিংবা রাজ্যের মধ্যে সীমাবদ্ধ নেই।বিগত বছরগুলোতে দেশের উত্তরপ্রদেশ,দিল্লী,মধ্যপ্রদেশ,বিহার,ঝাড়খন্ড,উড়িষ্যা,কেরল সহ বিভিন্ন রাজ্যের একাধিক পুরুষ-মহিলা অংশ গ্রহণ করেছিলেন।ফলে ক্যানিং এমএলএ গোল্ড ম্যারাথন জাতীয়স্তরে স্বীকৃতি লাভ করেছে বলে বিশিষ্ট ক্রীড়াবিদ সহ সমগ্র ক্যানিংবাসী আশাবাদী। এমন ম্যারাথন দৌড় প্রসঙ্গে ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশরাম দাস জানিয়েছেন, ‘ক্যানিং এমএলএ গোল্ড ম্যারাথন প্রতিযোগিতায় দেশের বিভিন্ন প্রান্তের দৌড়বিদরা অংশগ্রহণ করেছিলেন। এমনকি প্রতিযোগিতার তিন দিন আগে থেকেই প্রতিযোগিরা ক্যানিংয়ে এসে ঘাঁটী গেড়েছিলেন।কয়েক হাজার পুরুষ-মহিলা অংশগ্রহণ করেন ম্যারাথন দৌড়ে।’এদিন ম্যারাথন দৌড় পুরষ্কার মঞ্চে উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য সুশীল সরদার,ক্যানিং ১ পঞ্চায়েত সমিতির সভাপতি উত্তম দাস,ক্রীড়া শিক্ষক তথা সমাজসেবী খোকন সরদার,ক্যানিং মহকুমা পুলিশ আধিকারীক দিবাকর দাস,ক্যানিং থানার আইসি সৌগত ঘোষ,ক্যানিং ট্রাফিক ওসি দেবপ্রসাদ সরদার সহ অন্যান্যরা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct