অমরজিৎ সিংহ রায়, বালুরঘাট, আপনজন: প্রবল উৎসাহ এবং উদ্দীপনার মধ্যে দিয়ে গঙ্গারামপুর উত্তর চক্রের প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো স্থানীয় পার্বতীপূর কানাহার ময়দানে। এদিন পতাকা উত্তোলন ও প্রদীপ প্রজ্জলন, জাতীয় সংগীত ও উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে সকাল ১০টায় খেলার শুভ সূচনা করা হয়। উপস্থিত ছিলেন গঙ্গারামপুর পঞ্চায়েত সমিতির সভাপতি বিউটি সরকার, বিশিষ্ট ক্রীড়া অনুরাগী তথা দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের সদস্য মৃণাল সরকার। এছাড়াও এদিনের এই ক্রীড়া প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন, গঙ্গারামপুর উওর চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক সুনীল কুমার দাস, গঙ্গারামপুর উওর চক্রের সার্কেল স্পোর্টস কমিটির সম্পাদক কুন্তল দে সহ বিভিন্ন স্কুলের শিক্ষক-শিক্ষিকা সহ অন্যান্য ব্যক্তিগণ। এদিনের খেলায় গঙ্গারামপুর ব্লকের আশোকগ্রাম, বাশুড়িয়া, চালুন, উদয় গ্রাম পঞ্চায়েতর, মাদ্রাসা, এসএসকে ও প্রাথমিক স্কুল গুলি অংশ নেয়। এই চক্রের চারটি অঞ্চলের ৪৬টি শিশু শিক্ষা কেন্দ্র, ১টি মাদ্রাসা, ৬৭ টি প্রাথমিক বিদ্যালয়ের মোট ২৪২ জন শিশু বিভিন্ন খেলায় অংশগ্রহণ করে। ৭৫মিটার, ১০০মিটার, ২০০মিটার দৌড়, দীর্ঘ লম্ফন, জিমন্যাস্টিকস, উচ্চ লম্ফন সহ মোট ৩৪ টি ইভেনটে চলে খেলা। । অসংখ্য সাধারন মানুষ, অভিভাবক-অভিভাবিকাদের উপস্থিতিতে জমজমাট হয়ে ওঠে খুদে পড়ুয়াদের নিয়ে এই ক্রীড়া উৎসব। এ বিষয়ে গঙ্গারামপুর উত্তর চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক সুনীল কুমার দাস জানান, ‘কানাহার ময়দানে জেলার প্রথম চক্র স্তরীয় ক্রীড়া প্রতিযোগিতার শুভ সূচনা করা হয়। গঙ্গারামপুর উত্তর চক্রের অন্তর্গত বিভিন্ন শিশু শিক্ষা কেন্দ্র, প্রাথমিক বিদ্যালয় এর পড়ুয়ারা এই প্রতিযোগিতায় অংশ নিয়েছে। প্রতিটি বিভাগে প্রথম স্থান অধিকারী প্রতিযোগীরা আগামী ২৭ জানুয়ারি বংশীহারীতে হতে চলা মহকুমা স্তরের ক্রীড়া প্রতিযোগিতা এবং ৩০ ও ৩১ তারিখ গঙ্গারামপুরে জেলা স্তরের প্রতিযোগিতায় অংশ নিতে পারবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct