নিজস্ব প্রতিনিধি, কোচবিহার, আপনজন: কোচবিহার এক নং ব্লকের অন্তর্গত মোয়ামারি গ্রাম পঞ্চায়েতের ১৩০ নম্বর অঙ্গনারী সেন্টার। নিজের উদ্যোগে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্ম দিন উপলক্ষে চতুর্থতম বার্ষিক ও ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করলেন সেন্টারের দিদিমণি ও সহকর্মীরা। আজকের বিশেষ এই ছুটির দিনে অঙ্গনাওয়ারী সেন্টারে বাচ্চাদের জন্য বিশেষ পুষ্টিকর খাদ্যেরও আয়োজন করেছে নিজ উদ্যোগে। একজন শিশুর পুষ্টিকর খাদ্যের সঙ্গে দৈহিক বিকাশের ও প্রয়োজন এই কথা মাথায় রেখে ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন সেন্টারের দিদিমণি ফরিদা পারভীন। তিনি জানান যে , ‘আমরা বছরে বিভিন্ন সময়ে বিভিন্ন অনুষ্ঠান করে থাকি। এটি একটি আমার সম্পূর্ণ নিজস্ব উদ্যোগে পরিচালিত কর্মসূচি। ‘ এলাকার পঞ্চায়েত সদস্য আব্দুর রহমান বলেন , আমরা কখনো শুনিনি আইসিডিএস সেন্টারে পুষ্টিকর খাদ্যের সঙ্গে খেলাধুলাও করানো হয় এটি অবশ্যই সাধুবাদ যোগ্য উদ্যোগ ।এলাকাবাসী হিসেবে সেন্টারের এই কর্মকান্ডে আমরা খুবই গর্বিত। আজকের এই অনুষ্ঠানের শুভ সূচনা করেন ছোট আটারো কোটা প্রাথমিক হাইস্কুলের প্রধান শিক্ষক দীপক বর্মন এবং উপস্থিত ছিলেন গ্রাম পঞ্চায়েত সদস্য আব্দুর রহমান, সমাজসেবী সাব্বির আলম ও নুর ইসলাম প্রমুখ। আজকের এই ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সেন্টারের ছোট বাচ্চারা অংশগ্রহণ করেছিল।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct