আপনজন ডেস্ক: বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার বলেছেন, নেতাজি সুভাষচন্দ্র বসুর অন্তর্ধানের এত বছর পরেও মানুষ জানেন না যে নেতাটির কী হয়েছিল এবং তাঁর মৃত্যুর তারিখও তাদের কাছে নেই। নেতাজির অন্তর্ধানের তদন্তের প্রতিশ্রুতি রক্ষা না করার জন্য বিজেপি শাসিত কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করেন তিনি। সোমবার রাম মন্দিরের অভিষেক অনুষ্ঠানের জন্য কেন্দ্রীয় সরকারি অফিসগুলিতে কেন্দ্রের অর্ধদিবস ছুটি ঘোষণার দিকে ইঙ্গিত করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আজকাল রাজনৈতিক বিজ্ঞাপনের জন্য ছুটি ঘোষণা করা হয়, তবে যারা দেশের স্বাধীনতার জন্য লড়াই করে জীবন দিয়েছেন তাদের জন্য কিছুই ঘোষণা করা হয় না। এটা ভারতের দুর্ভাগ্য যে এত বছর পরেও নেতাজির মৃত্যুর তারিখ নেই। তার কী হয়েছে আমরা জানি না। সুভাষচন্দ্র বসুর মূর্তিতে মাল্যদান করার পর মমতা বলেন, এটা লজ্জার। মঙ্গলবার নেতাজির ১২৭তম জন্মবার্ষিকী পালন করছে গোটা দেশ। বিজেপি ক্ষমতায় আসার আগে নেতাজির অন্তর্ধানের তদন্ত করার প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু পরে তারা ভুলে গেছে। ২০ বছর ধরে নেতাজির জন্মদিনে জাতীয় ছুটি দেওয়ার চেষ্টা করেও ব্যর্থ হয়েছি। তাই দয়া করে আমাকে ক্ষমা করে দিন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct