চন্দনা বন্দ্যোপাধ্যায়, সাগর, আপনজন: আরও সহজ হতে চলেছে গঙ্গাসাগর যাত্রা। সাগর যাত্রার মূল ঝুঁকি জায়গা এবারে মুক্ত হতে চলেছে। মুড়ি গঙ্গায় তৈরি এবার হবে সেতু। মূল ভূখণ্ডের সঙ্গে জুড়বে গঙ্গা সাগর। ৩৭ কিলোমিটার রাস্তা বদলে যাবে জাতীয় সড়কে। যা গঙ্গাসাগরের কপিলমুণি আশ্রম, লট ৮ হয়ে মূল ভূখণ্ডে কাকদ্বীপের কাশীনগরের নতুন রাস্তায় এসে ১২নং জাতীয় সড়কে মিশবে। গঙ্গা সাগরে যাতায়াতের অন্যতম বড় সমস্যা হলো কাকদ্বীপের মুড়িগঙ্গা নদী। সেখানেই হতে চলেছে সেতু। ৩৭ কিলোমিটার রাস্তা বদলে যাবে জাতীয় সড়কে।স্থানীয় বাসিন্দা থেকে পর্যটক,সকলেরই দীর্ঘ দিনের মুড়িগঙ্গা সেতুর দাবি ছিল।জানা গিয়েছে, নাবার্ডের সহযোগিতায় রুরাল ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ফান্ডের (আরআইডিএফ) টাকায় এই সেতু গড়ে তুলতে চলেছে রাজ্য সরকার। নবান্ন সূত্রের খবর, এতদিন মূলত টাকার জোগান না থাকার কারণে আটকে ছিল এই প্রকল্পের কাজ।গত ৮ ই জানুয়ারি গঙ্গাসাগর মেলার প্রস্তুতি খতিয়ে দেখতে গিয়ে দ্রুত সেতু নির্মাণের প্রতিশ্রুতি দিয়ে এসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুড়িগঙ্গা নদীর উপর এই সেতু তৈরির জন্য প্রয়োজন প্রায় ১ হাজার ৬৪৮ কোটি টাকা।আর প্রশাসনের মতে,রাজ্যের পক্ষে এক সাথে এই বিপুল পরিমাণ টাকার জোগান দেওয়া কার্যত অসম্ভব। তবে সারা বছর তো বটেই বিশেষ করে গঙ্গাসাগর মেলার সময় সারা দেশ থেকে অসংখ্য পুণ্যার্থী গঙ্গাসাগরে আসেন।তাঁদের সাগর দ্বীপে জীবনের ঝুঁকি নিয়ে ভেসেলে মুড়িগঙ্গা নদী পার করে যেতে হয়। তাই সেতু নির্মাণে উদ্যোগ নিতে চলেছে রাজ্য সরকার।ইতিমধ্যে এই প্রকল্পের জন্য অর্থ বরাদ্দ নিয়ে নাবার্ডের সঙ্গে পূর্ত দফতরের আলোচনা হয়েছেসহজ শর্তে ঋণ দেওয়া নিয়ে নাবার্ড নীতিগত সম্মতিও জানিয়েছেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct