দেবাশীষ পাল, মালদা, আপনজন: শ্রমিকের কাজে গিয়ে বৈদ্যুতিক টাওয়ার থেকে পড়ে মর্মান্তিক মৃত্যু হল অস্থায়ী এক বিদ্যুৎ কর্মীর। মৃত্যুর খবর পাওয়া মাত্রই শোকের ছায়া পরিবার বর্গে। মৃতদেহ বাড়িতে পৌঁছানোর অপেক্ষায় প্রহর গুনছে পরিবারের সকলে। জানা গেছে, মৃত অস্থায়ী বিদ্যুৎ কর্মীর নাম সাইদুর রহমান (২৭), বাড়ি মালদহের পুরাতন মালদা ব্লকের মহিষবাথানি পঞ্চায়েতের কদমতলী গ্রামে। পরিবার সূত্র জানা গিয়েছে, বাড়িতে অভাবের সংসার শ্রমিকের কাজ করে দিন চলে। বাড়িতে রয়েছে মা, বাবা, স্ত্রী ও দুটি ফুটফুটে সন্তান। সাইদুরের অকাল মৃত্যুতে মাথায় যেন আকাশ ভেঙ্গে পড়েছে পরিবারে। কারণ বাড়িতে রোজগারের একমাত্র ছেলে ছিল সে। গত শুক্রবার বাড়ি থেকে কাজের জন্য মালদার চাঁচলে যায়। সেখান থেকে সামসীর পাওয়ার হাউস সংলগ্ন একটি মাঠে বৈদ্যুতিক টাওয়ারে কাজ চলাকালীন এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। তড়িঘড়ি করে তার সহকর্মীরা স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে, আশঙ্কাজনক অবস্থা হওয়ায় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে। তবে মেডিকেলে নিয়ে আসার পথেই তাঁর মৃত্যু হয়। ইতিমধ্যে মৃতদেহ মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে রয়েছে। মৃতদেহ বাড়িতে পৌঁছানোর অপেক্ষায় প্রহর গুনছেন পরিবারের সকলে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে পরিবারের তরফে জানানো হয়েছে, যে সংস্থায় কাজ করতো এখনো পর্যন্ত সেই সংস্থার কেউই আসেননি এবং সাহায্যের হাত বাড়িয়ে দেননি। তবে আমাদের সরকারের কাছে আবেদন এই পরিবারের পাশে এসে যেন দাঁড়ায় এবং সাহায্যের হাত বাড়িয়ে দেয়।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct