মনজুর আলম, মগরাহাট, আপনজন: পাঁচ বছর আগে মারা গিয়েছেন স্বামী, কয়েক বছর ধরে বিধবা ভাতা পাচ্ছিলেন না। ‘সমস্যা সমাধান ও জনসংযোগ কর্মসূচিতে’ গিয়ে সমস্যা সমাধান করলেন মগরাহাট ২ নম্বর ব্লকের বিডিও তুহিন শুভ্র মোহান্তি। বিধবা বৃদ্ধার নাম আমিনা বিবি সরদার। স্বামী মনোরুদ্দিন সরদার। বাড়ি মগরাহাট পূর্ব গ্রাম পঞ্চায়েতের অর্জুনপুর এলাকায়। দীর্ঘদিন ধরে বিধবা ভাতা পাচ্ছিলেন না বলে অভিযোগ করেন ক্যাম্পে এসে, তৎক্ষণাৎ আধিকারিকদের নির্দেশ দেন বিডিও। খুব খুশি আমিনা বিবি সরদার। উল্লেখ্য, দক্ষিণ ২৪ পরগনার মগরাহাট দু নম্বর ব্লকের ১৪ টি গ্রাম পঞ্চায়েতে রাজ্য সরকারের নির্দেশে ২০ জানুয়ারি থেকে শুরু হয়েছে এই কর্মসূচি। এই কর্মসূচিতে ব্লক জুড়ে ব্যাপক সাড়া পাওয়া গিয়েছে। হাজার হাজার মানুষজন সমস্যার সমাধান কর্মসূচির ক্যাম্পে আসছেন বিভিন্ন সমস্যা নিয়ে। এই ক্যাম্প থেকে মোট কুড়ি রকম পরিষেবা পাওয়া যাচ্ছে। প্রতিদিন চলবে ব্লকের বিভিন্ন পাড়ায় পাড়ায় এমনটাই জানাচ্ছেন মগরাহাট ২ নম্বর ব্লকের বিডিও তুহিন শুভ্র মহান্তি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct