নিজস্ব প্রতিবেদক, কাঁথি, আপনজন: কাঁথি পুরসভার ১৬ জন কাউন্সিলরের সমর্থনে, চেয়ারম্যান সুবল মান্নাকে অপসারণের চূড়ান্ত সিদ্ধান্ত। এরপর দলীয় নির্দেশ আসলে পৌর আইন মোতাবেক সরিয়ে ফেলা হবে সুবল মান্নাকে। শিশির অধিকারীকে প্রণাম করে ও গুরু বলে সম্বোধন করে পুর প্রধানের পদ খোয়ালেন সুবল মান্না। যদিও কাউন্সিলরদের দাবি, সুবল মান্না বেআইনিভাবে কাজ করছেন পৌরসভাতে। কোন কাউন্সিলরদের সঙ্গে ভালো আচরণ করছেন না। তারই প্রতিবাদে অনাস্থা আনা হয় ২রা জানুয়ারি। তৃণমূলের প্রতীকে জেতা ১৬ জন কাউন্সিলর অনাস্থা প্রস্তাব আনে কাঁথি পুরসভার চেয়ারম্যান সুবল মান্নার বিরুদ্ধে। অনাস্থা প্রস্তাব পাওয়ার পর পৌর আইন অনুযায়ী কাউন্সিলরদের মিটিং ডাকেননি সুবল মান্না। চেয়ারম্যানকে অনাস্থা প্রস্তাব দেওয়ার ১৫ দিন কেটে যাওয়ার পরে, পৌর আইন মেনে অনাস্থা মিটিং ডাকেন কাঁথি পুরসভার ভাইস চেয়ারম্যান সুপ্রকাশ গিরি। এরপরেই দলীয় নির্দেশ উপেক্ষা করে,কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় কাঁথি পুরসভার চেয়ারম্যান সুবল মান্না। হাইকোর্টে তিনি আইনজীবী মারফত জানান, বেআইনিভাবে তাকে কাঁথি পুরসভার চেয়ারম্যান পদ থেকে অপসারণ করা হচ্ছে। তাই সোমবার ভাইস চেয়ারম্যানের ডাকা অনাস্থা মিটিংয়ের স্থগিতাদেশ দেওয়া হোক। যে মামলার সোমবার হাইকোর্টে হেয়ারিং রয়েছে। অনাস্থা মিটিংয়ের স্থগিতাদেশ না দেওয়ায়, কাঁথি পুরসভার ভাইস চেয়ারম্যান সুপ্রকাশ গিরির আহ্বানে, এদিন নির্দিষ্ট সময় অনুযায়ী তৃণমূলের প্রতীকে জেতা কাঁথি পুরসভার ১৬ জন কাউন্সিলর সকাল সাড়ে ১১ টায় উপস্থিত হয়ে অনাস্থা মিটিংয়ের সর্বসম্মতিক্রমে কাঁথি পুরসভার চেয়ারম্যানের পদ থেকে সুবল মান্নাকে অপসারণ করেন। কাঁথি পুরসভার ভাইস চেয়ারম্যান সুপ্রকাশ গিরি বলেন,এদিন কাউন্সিলরের একটি স্পেশাল মিটিং কন্ডেট করেছিলাম। সেখানে ১৬ জন কাউন্সিলর উপস্থিত হয়ে মিটিংয়ের অ্যাজেন্ডা ঠিক হয়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct