সারিউল ইসলাম, মুর্শিদাবাদ, আপনজন: কলকাতার পাশাপাশি রাজ্যজুড়ে সংহতি যাত্রার মিছিল করে তৃণমূল কংগ্রেস। পাশাপাশি সোমবার বিকেল সাড়ে তিনটে নাগাদ মুর্শিদাবাদ শহরে দুটি ভিন্ন মিছিল বের করা হয়। তবে কি আবারও তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব!? না! এবার ঠিক গোষ্ঠীদ্বন্দ্ব নয়। এদিন বিকেল সাড়ে তিনটে নাগাদ দক্ষিণ দরজা থেকে মুর্শিদাবাদ শহর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে সংহতি যাত্রা শুরু করা হয় মুর্শিদাবাদ পৌরসভার চেয়ারম্যান তথা শহর তৃণমূলের সভাপতি ইন্দ্রজিৎ ধরের নেতৃত্বে। এক কিলোমিটারের দূরত্বে হাসপাতাল রোড এবং স্টেশন রোডে একই সময় রাজ্য সম্পাদক তথা প্রাক্তন জেলা সভানেত্রী শাওনী সিংহ রায়ের নেতৃত্বে আরও একটি মিছিল বের করা হয়, যেটি মুর্শিদাবাদ-জিয়াগঞ্জ ব্লক তৃণমূলের মিছিল। এই বিষয়ে বিরোধীদের প্রশ্ন, ‘মুর্শিদাবাদ-জিয়াগঞ্জ ব্লকের আটটি পঞ্চায়েতের মধ্যে সাতটি পঞ্চায়েত দখল করেছিল তৃণমূল এবং একটি বিরোধীরা দখল করেছিল, সেটিও এখন তৃণমূলের দখলে। কিন্তু আটটি অঞ্চলের মধ্যে মিছিল করার মতো কোনো জায়গা খুঁজে পাওয়া যায়নি, যে শেষ পর্যন্ত তাদেরকে মুর্শিদাবাদ শহরের মধ্যে এসে ব্লকের মিছিল করতে হলো। তাহলে কি ব্লকস্তর এলাকায় সাংগঠনিক দুর্বলতা আছে তৃণমূলের?’ স্বীকার না করলেও শহর তৃণমূলের সভাপতি ইন্দ্রজিৎ ধর কথা ঘুরিয়ে বলেন, ‘রাজ্য নেতৃত্ব এবং জেলা নেতৃত্বের নির্দেশে আমরা আমাদের মুর্শিদাবাদ শহরে সংহতি মিছিল করেছি। ব্লক নেতৃত্ব তাদের মিছিল কোথায় করবে না করবে, অথবা ব্লকের ৮টা অঞ্চল থেকেও তারা শহরে মিছিল কেনো করলো তা নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই।’যদিও এই বিষয়ে সংবাদমাধ্যমের সামনে মুখ খোলেননি ব্লক নেতৃত্বরা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct