এম মেহেদী সানি, বনগাঁ, আপনজন: বহুলালোচিত রাম মন্দির উদ্বোধনের দিন তৃণমূল নেত্রী ও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্যজুড়ে সংহতি মিছিলের আয়োজন করে সবুজ শিবির ৷ সারা রাজ্যের পাশাপাশি উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অনুষ্ঠিত হলো সংহতি যাত্রা ৷ জেলা সভাপতি বিশ্বজিৎ দাসের নেতৃত্বে এদিন কয়েক হাজার তৃণমূল কর্মী সমর্থকরা সংহতি যাত্রায় সামিল হন ৷ বনগাঁ সাংগঠনিক জেলা ‘আইএনটিটিইউসি’র সভাপতি নারায়ণ ঘোষের তত্ত্বাবধানে এ দিন হাজার হাজার অসংগঠিত ক্ষেত্রে শ্রমিকরা শান্তি রক্ষায় সংহতি যাত্রায় পা মেলান ৷ তৃণমূল শ্রমিক সংগঠনের নেতা কর্মী সমর্থকদের মধ্যে মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো ৷ পাশাপাশি বনগাঁ শহর পৌর তৃণমূল কংগ্রেসের সংহতি যাত্রার নেতৃত্ব দেন বনগাঁ পৌরসভার চেয়ারম্যান ও তৃণমূল নেতা গোপাল শেঠ । সংহতি যাত্রা শেষে বনগাঁ বাটার মোড়ে অস্থায়ী মঞ্চে সভা করেন তৃণমূল নেতৃত্বরা ৷ ওই সভা মঞ্চ থেকে একাধিক ধর্মগুরু, বিশিষ্ট জন, তৃণমূল নেতৃত্বরা শান্তি ও সম্প্রীতির পক্ষে বক্তব্য রাখেন ৷ বাটার মোড়ের সংহতি যাত্রার বিশেষ ওই সভা মঞ্চকে হাতিয়ার করে বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি দেবদাস মন্ডলকে নিশানা করে কড়া ভাষায় হুশিয়ার দেন তৃণমূল নেতৃত্বরা ৷ সম্প্রতি দেবদাস মন্ডল বনগাঁর একাধিক তৃণমূল নেতার বিরুদ্ধে বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ তোলেন ৷ এ দিন তৃণমূলের সভা থেকে কার্যত দেবদাস মন্ডলের আনা সমস্ত অভিযোগের বিষয় উল্লেখ করে তা ভিত্তি হীন প্রমাণিত করতে একাধিক যুক্তি, তথ্য, ছবি তুলে ধরেন শ্রমিক নেতা নারায়ণ ঘোষ ৷ পাল্টা দেবদাস মন্ডল বিভিন্ন দুর্নীতির সঙ্গে যুক্ত থাকার অভিযোগ এনেছে তৃণমূল ৷ তৃণমূল জেলা সভাপতি বিশ্বজিৎ দাসের কথায়, আগামী ৪ থেকে ৫ মাসের মধ্যে দেবদাস মন্ডলের এক্সপায়ারি ডেট শেষ হয়ে যাবে ৷ নাম না করে বিজেপি নেতা দেবদাস মন্ডলকে কড়া ভাষায় হুঁশিয়ারি দিলেন তৃণমূল নেতা বিশ্বজিৎ দাস । এদিন বিশ্বজিৎ বলেন, এই বাটার মোড়ে দাঁড়িয়ে বলছি, আগামী ৪-৫ মাসের মধ্যে ওর এক্সপায়ারি ডেট শেষ হয়ে যাবে । এরপরে আর বনগাঁতে দেখতে পাবেন না। বিশ্বজিৎ দাসের মন্তব্য প্রসঙ্গে দেবদাস মন্ডল বলেন, সেটা সময় বলবে। আর আমার যদি কোনো দুর্ঘটনা ঘটে তার জন্য দায়ী থাকবে বিশ্বজিৎ দাস ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct